Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, October 14, 2020

উত্তরের গুণী জন কবি নিশিকান্ত সিনহা

উত্তরের গুণী জন  কবি নিশিকান্ত সিনহা 

শুভাশিস দাশ 



উত্তরবঙ্গের সাহিত্যকে যে কজন ব্যক্তিত্ব বাইরের জগতে তুলে ধরেন তাঁদের একজন কবি সাহিত্যিক সম্পাদক নিশিকান্ত সিনহা । 

স্কুল জীবন থেকেই লেখালিখি নিয়ে তাঁর চর্চা । 

লেখাপড়ার পাশাপাশি চালিয়ে গেছেন সাহিত্য চর্চা । 

লিটিল ম্যাগাজিন আন্দোলনে তাঁর ভূমিকা প্রশংসার দাবী রাখে । নিজেও একটা পত্রিকার সম্পাদনা করে আসছেন অনেকদিন । 

পুরস্কার পেয়েছেন অনেক তবে তাঁর কথায় পাঠকদের ভালবাসাই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে তিনি মনে করেন । 

লিটিল ম্যাগ তো বটেই তাঁর লেখা ছোট বড় মাঝারি অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে । 

এই বয়সেও তিনি নিরলস ভাবে সাহিত্য সাধনা করে চলেছেন । 

তাঁর কলম চলতে থাকুক এই শুভ কামনা রইলো আমাদেরও ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages