উত্তরের গুণী জন কবি নিশিকান্ত সিনহা
শুভাশিস দাশ
উত্তরবঙ্গের সাহিত্যকে যে কজন ব্যক্তিত্ব বাইরের জগতে তুলে ধরেন তাঁদের একজন কবি সাহিত্যিক সম্পাদক নিশিকান্ত সিনহা ।
স্কুল জীবন থেকেই লেখালিখি নিয়ে তাঁর চর্চা ।
লেখাপড়ার পাশাপাশি চালিয়ে গেছেন সাহিত্য চর্চা ।
লিটিল ম্যাগাজিন আন্দোলনে তাঁর ভূমিকা প্রশংসার দাবী রাখে । নিজেও একটা পত্রিকার সম্পাদনা করে আসছেন অনেকদিন ।
পুরস্কার পেয়েছেন অনেক তবে তাঁর কথায় পাঠকদের ভালবাসাই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে তিনি মনে করেন ।
লিটিল ম্যাগ তো বটেই তাঁর লেখা ছোট বড় মাঝারি অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে ।
এই বয়সেও তিনি নিরলস ভাবে সাহিত্য সাধনা করে চলেছেন ।
তাঁর কলম চলতে থাকুক এই শুভ কামনা রইলো আমাদেরও ।
No comments:
Post a Comment