রন্ধনকর্মীদের ডিএমের কাছে ডেপুটেশন, কৃষ্ণনগর
মিড ডে মিল-রন্ধনকর্মী, বিড়ি শ্রমিক, রেল হকার, নির্মান শ্রমিক সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরী, মর্যাদা, কাজের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার দাবীতে নদীয়া জেলা রন্ধনকর্মী ইউনিয়ন এবং এ আই সি সি টি ইউ নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণনগর, ডিএম অফিসে ডেপুটেশন দেওয়া হয়। মিড মিল রন্ধনকর্মীদের বেতন বৃদ্ধি, বেসরকারীকরণ বন্ধ করা সহ ১২ টি দাবী নিয়ে ডিএমের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন AICCTU-র নদিয়া জেলার সম্পাদক জীবন কবিরাজ, সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়নের সম্পাদক চায়না শেখ এবং সি পি আই এম এল - র নেতা জয়তু দেশমুখ সহ অনেক নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment