ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো
ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়ালি করা হয়। ১১ অক্টোবর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গুগুল মিটে এই সভা অনুষ্ঠিত হয়। মিটিং অপারেট করা হয় দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাব থেকে। দিনহাটার সভাকক্ষে উপস্থিত ছিলেন শ্রী গোকুল সরকার
ক্ষুদ্র পত্র-পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি পবিত্র ভূষণ সরকার জানান, আজ মূলত বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র পত্রপত্রিকার সামনে উঠে আসা সমস্যা এবং আগামীদিনে সাংগঠনিক কর্মসূচী কী হবে সে বিষয়ে আলোচনা হয়।
লকডাউনের ফলে আর সব কিছুর মতন ক্ষুদ্র-পত্রপত্রিকাও সঙ্কটের মুখে - এর থেকে পরিত্রানের একমাত্র উপায় সরকারি সহযোগিতা। এদিনের সাংগঠনিক সভা থেকে সরকারি সহযোগিতার দাবী উঠে আসে।
আজকের এই সভা বিষয়ে কি জানালেন কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল হক, আসুন শুনে নেওয়া যাক-
No comments:
Post a Comment