পথ দেখাচ্ছে ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট এন্ড দ্যা গ্রিন থিঙ্কার্স একাডেমি
সুজাতা ঘোষ , বাগডোগরা :
যুগের সাথে তালে তাল মিলিয়ে সমাজ অনেকদূর এগিয়ে গিয়েছে, শিক্ষাদীক্ষাও হয়ে উঠেছে অনেকটাই পরিপূর্ণ। কিন্তু শিক্ষার আলোয় আমরা যতই আলোকিত হচ্ছি ততই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি মাতৃসম পরিবেশকে, শিক্ষার সমুদ্রে কোন্ ঢেউয়ে যেন তলিয়ে যাচ্ছে পরিবেশের প্রতি দায়বদ্ধতা । আমার-আপনার পরিবেশ শিক্ষার পদধ্বনিই একমাত্র পারে বিধ্বংসী ঢেউকে ছাপিয়ে যেতে।
"ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট এন্ড দ্যা গ্রিন থিঙ্কার্স একাডেমি " নামক একটি পরিবেশ ও সমাজসেবী সংস্থা ; পরিবেশ সচেতনতা, পরিবেশ রক্ষা ও পরিবেশ শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষার সংকল্পে এই সংস্থার সদস্যরা নিজেদের সমর্পন করেছেন।
প্রত্যন্ত গ্ৰামাঞ্চলের পাশাপাশি সকল পরিবেশ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবেশ শিক্ষায় সুদূর ভবিষ্যতের ভিত তৈরি করতে "ফ্রেন্ডস অফ এনভাইরনমেন্ট" তার অন্যতম এক ও অভিন্ন অঙ্গ 'দি গ্ৰিন থিঙ্কার্স একাডেমি' এর মাধ্যমে সম্পূর্ণ নিখরচায় অ্যাকাডেমিক পরিবেশ শিক্ষার প্রসার শুরু করেছে।
ইন্টারন্যাল পরিবেশ বিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের রসস্ফীতী ঘটাতে উদ্যোগী হয়েছেন পরিবেশ বিজ্ঞান ডিগ্ৰিধারীরা। পরিবেশ প্রেমিকদের মধ্যে পরিবেশ শিক্ষা পৌঁছে দিতে, বিভিন্ন ভাবে অনলাইন শিক্ষার মাধ্যমে সকল স্তরের পরিবেশ আগ্ৰহীদের কাছে পৌঁছে যাওয়ায় তাদের লক্ষ্য।
'দি গ্ৰিন থিঙ্কার্স অ্যাকাডেমী'-র অ্যাডমিনিসস্ট্রেটর নবনিতা চক্রবর্তী বলেন-- 'সমাজের সকল স্তরের পাশাপাশি আর্থিকভাবে ও অ্যাকাডেমিক্সে পিছিয়ে পড়া ও আগ্ৰহী পরিবেশ শিক্ষার্থীদের কাছে পরিবেশ শিক্ষা পৌঁছে দিতে "ফ্রেন্ডস অফ এনভাইরনমেন্ট"-এর উদ্যোগে আমাদের এই প্রয়াস। আশা রাখব এভাবেই সবার মাঝে পরিবেশ শিক্ষা আমরা পৌঁছে দিতে পারব।
পাশাপাশি স্তুতি দাস, অনন্যা চ্যাটার্জী, অয়ন্তিকা পাইন, দীপ চক্রবর্তী, চিন্ময় পাল, প্রিয়াঙ্কা খান, সুরজিৎ কর্মকার ও অনামিকা চান বলেন - " সমাজের সর্বাংশে পরিবেশ শিক্ষার প্রসারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর এভাবেই আমরা আগামী দিনে আরও নতুনভাবে পরিবেশ শিক্ষা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকলেই আমাদের এই প্রয়াস-উদ্যম বেড়ে উঠবে।"
ফ্রেন্ডস অব এনভাইরণমেন্টর সেক্রেটারি অপূর্ব কোলে বলেন - " পরিবেশ শিক্ষার ঘাটতির যে পরিস্ফুটন চলছে তার মাধুর্যতা সমাজকে যাতে গ্রাস করতে না পারে সেই লক্ষ্যে ২০১৭ থেকে আমাদের "ফ্রেন্ডস অফ এনভাইরনমেন্ট" এর পথচলা শুরু হয়। অধুনা পরিবেশ শিক্ষার বিস্তৃতির জন্য আমাদের "দি গ্ৰিন থিঙ্কার্স একাডেমি" হাত ধরে সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশ শিক্ষার উন্মোচনের একটা প্রচেষ্টা করছে। আশা রাখব সমাজের সকলের মাঝে পরিবেশ শিক্ষা ছড়িয়ে দিতে আপনারাও আমাদের পাশে থেকে আমাদের এই উদ্দেশ্যকে নতুন রূপ দিতে এগিয়ে আসবেন।"
No comments:
Post a Comment