বিজ্ঞানবন্ধু সংস্থা 'এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চে'র উদ্যোগে একটি আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা সভা
সুজাতা ঘোষ , বাগডোগরা :
শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা 'এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চে'র উদ্যোগে একটি আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত রবিবার অর্থাৎ ৪ঠা অক্টোবর।
উক্ত এই সংস্থার পরিচালনায় "সায়েন্স বিয়ন্ড ইনস্টিটিউশনাল বাউন্ডারিজ্" শিরোনামে আয়োজিত এই ওয়েবিনারে বক্তব্য রাখেন "শিমুলতলা কনজারভেশনিস্ট" এর সচিব হিন্দোল আহমেদ মহাশয় ।উনার আলোচনার বিষয় ছিলো "বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের অরণ্য "। প্রাঞ্জল ভাষায় এবং সবিস্তারে তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তা প্রতিটি ছাত্রছাত্রীকে পরিবেশ ও প্রকৃতির বোধ বিষয়ে আগ্রহী করে তুলতে সমর্থ হয়েছে; জানা গেছে এই ওয়েবিনারে প্রায় থেকে ৬০ থেকে ৭০ জন অষ্টম, নবম, এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
এদিন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি ড.নীতা মিত্র। আলোচনা চক্রের মূল ভাবনার বিষয়ে দিশা দেখালেন আলোচনা সভার কনভেনর শ্রী সৌমিক পাল। সমগ্র অনুষ্ঠানটির আকর্ষণীয় গতিসূত্র ধরে রাখলেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয়| সংস্থার সভাপতি শ্রী দীপঙ্কর ঘোষ সভার সাফল্য ভাগ করে নিলেন সকল মাননীয় শ্রোতাদের তার আন্তরিক শুভকামনা জানিয়ে । সভাশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন সংস্থার অন্যতম কোঅর্ডিনেটর ড. নিত্যগোপাল মন্ডল|
আলোচনা সভায় একদিকে যেমন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন তেমনি বিদ্যালয়ের সন্মানীয় শিক্ষক - শিক্ষিকারাও অংশগ্রহণ করেছেন ।
No comments:
Post a Comment