সায়ন্তন দত্তের ক্যামেরায় ভিন্ন লুকে ডালিয়া
বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইট এর ফ্রেম থেকে আজ ডিজিটালের যুগ। ইন্ডাস্ট্রি পেয়েছে নতুন পরিচালক, অভিনেতা। বহু ট্যালেন্টেড অভিনেতা, অভিনেত্রী এর কাজে ইন্ডাস্ট্রি পেয়েছে নতুন ভালো ভালো ছবি।
আজকের দিনে নতুন অভিনেত্রীদের মধ্যে ডালিয়া ঘোষ প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। বাংলা সিনেমা থেকে মেগার দুনিয়া, নানা লুকে নানা চরিত্রে দেখা গিয়েছে তাকে৷ "মাহিয়া" থেকে "নক্সী কাঁথার খোঁজে" জার্নিটা আজ তার কাছে বেশ স্মরনীয়।
সম্প্রতি কলকাতার বিলাশবহূল হোটেলে দেখা গেল এক ফটোশুটে তাকে এক অন্য লুকে। ফটোগ্রাফার হিসাবে ছিলেন সায়ন্তন দত্ত। ওইদিন তার সাথে দেখা গিয়েছে জনপ্রিয় মডেল সুচরিতা বিশ্বাস।
No comments:
Post a Comment