Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 12, 2021

হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দিলো এবিভিপি

 

হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দিলো এবিভিপি



অভীক মিত্র , বীরভূম :

আজ ১২ জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP)-র  দুবরাজপুর নগর ইউনিটের পক্ষ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের রোগি‌ ও হাসপাতালের স্টাফদের হাতে বিভিন্ন ফলসামগ্রী তুলে দেওয়া হয় । প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় তারপর হাসপাতালে গিয়ে ফল বিতরণ করা হয় । 

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি-র বীরভূম জেলার জনজাতি প্রমুখ অক্ষয় দাস,দুবরাজপুর নগর ইউনিটের সম্পাদক উজ্জ্বল পাল সহ সমস্ত কার্যকর্তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages