ঘর আলো করে ভূমিষ্ট হল বিরাট-অনুষ্কার প্রথম সন্তান
ঘর আলো করে ভূমিষ্ট হল বিরাট-অনুষ্কার প্রথম সন্তান। বাবা হলেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে মা হলেন বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা। বাবা হওয়ার খবর নিজেই জানিয়েছেন বিরাট। সোমবার তাঁদের মেয়ে হয়েছে বলেই জানান বিরাট।
সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিননন্দন জানাচ্ছেন। একদিকে যেমন ক্রিকেট মহল তেমনিই অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রি সবেতেই বেশ অভিনন্দন পাচ্ছে বিরাট- অনুস্কা।
No comments:
Post a Comment