Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 12, 2021

SFI রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাসের প্রাণনাশের চেষ্টা - গ্রেপ্তার দুই ABVP-র সদস্য

SFI রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাসের প্রাণনাশের চেষ্টা - গ্রেপ্তার দুই ABVP-র সদস্য 



SFI রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাসকে গতকাল রাতে প্রাণনাশের চেষ্টা করে দিনহাটার ABVP-র  কয়েকজন সদস্য- এমনি অভিযোগ করেছে শুভ্রালোক দাস। 

শুভ্রালোক জানিয়েছে- গতকাল  গতকাল আনুমানিক রাত্রি ১০ টা ৩০ নাগাদ সি পি আই (এম) পার্টি অফিস, দিনহাটা এরিয়া কমিটির কার্যালয়ে ফেস্টুন ও গেটে কয়েকজন উন্মত্ত অবস্থায় লাথালাথি শুরু করে, আমি এবং আমার সহকর্মী এর প্রতিবাদ করায় আমাদের উপর চড়াও হয় ও সাইকেল লাঠি দিয়ে ফেলে দেয়। এক-দু কোথায় আমার বুকে সজোরে আঘাত করে ও আমাকে বাঁচাতে উৎপল দাম ও সোহম চক্রবর্তী এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয়। এরপর আশেপাশের লোকজন ছুটে আসলে ভোলা নামের একজন বাইক রেস করে আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করে।"

আহত অবস্থায় শুভ্রালোককে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে এক্সরে ও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 


ঘটনায় চার জনের নামে থানায় অভিযোগ জানিয়েছেন শুভ্রালোক। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।  


এই বিষয়ে কোচবিহারের ABVP -র সহ প্রমুখ কৌশিক দাসকে সকাল আটটা নাগাদ ফোনে যোগাযোগ করলে ফোন সুইচ অফ থাকায় কোন বিবৃতি পাওয়া যায়নি। 


 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages