Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, January 16, 2021

প্রচলিত প্রথা ভেঙেই প্রয়াত পিতার স্মরণ সভার আয়োজন

প্রচলিত প্রথা ভেঙেই প্রয়াত পিতার স্মরণ সভার আয়োজন



প্রচলিত প্রথা বা অচলায়তন ভেঙেই প্রয়াত পিতার স্মরণ সভার আয়োজন করেছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির শ্রীরামপুর শাখার সম্পাদক এবং নদিয়া জেলার চাকদহ ব্লকের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রুদ্র প্রসাদ বালা। 

গত ২৮শে ডিসেম্বর রুদ্রবাবুর পিতা শ্রদ্ধেও রবীন্দ্রনাথ বালা প্রয়াত হন। পরিবারের সকলেই দাহ থেকে শ্রাদ্ধানুষ্ঠান পর্যন্ত ধর্মীয় নিয়ম পালন করলেও পরিবারের বড়ো ছেলে রুদ্র বাবু এসব কোনো ধর্মীয় ও ব্রাহ্মণ্য নিয়ম রীতি পালন করেননি। রুদ্র বাবু একজন বিজ্ঞান ও সমাজ কর্মী। কেউ কেউ শ্রাদ্ধের স্বপক্ষে রুদ্রর উপর চাপ সৃষ্টি করলেও রুদ্র তার আদর্শের প্রতি ছিলেন অবিচল।

আজ পিতার স্মরণ সভা করে রুদ্রবাবু দেখিয়ে দিলেন প্রকৃত শ্রদ্ধা জানানো কাকে বলে। তিনি বলেন, " ব্রাহ্মন্য ধর্মীয় রীতি মেনে শ্রাদ্ধ করার মধ্য দিয়ে মৃত মানুষকে কখনোই সম্মান জানানো হয় না। স্মরণ সভার মধ্যে দিয়েই প্রয়াত ব্যক্তির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হয়। " 

স্মরণ সভায় উপস্থিত ছিলেন গ্রামের অসংখ্য মানুষ। প্রতিবেশী মহিলাদের উপস্থিতিও ছিলো অনেক। প্রতিবেশীরাও তার পিতার স্মৃতিচারণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা, সকল শুভানুধ্যায়ী, আত্মীয়-পরিজন, বন্ধু সহ অনেকই। 

স্মরণ সভায় আলোচনা হয়, কেন শ্রাদ্ধের প্রয়োজন নেই, মরনোত্তর দেহদান ও চক্ষদান নিয়ে। গ্রামবাসীরাও অচলায়তন ভেঙে নতুন ধারায় প্রয়াত ব্যক্তির প্রতি যে এভাবে শ্রদ্ধা জানানো যায় তা দেখে গ্রামবাসীও খুশি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages