চা বাগানের গরীব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করলো মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন
সুজাতা ঘোষ , বাগডোগরা :
আজ 'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিনবাড়ি ও ফুলবাড়ী পতন চা বাগানের গরীব দুঃস্থ মানুষদের মধ্যে কিছু নতুন ও কিছু নতুন মোড়কে মোড়ানো পুরনো শীতবস্ত্র সহ সাধারণ বস্ত্র বিতরণ করা হয় ।
ফুলবাড়ীর পঞ্চায়েত বলেন -' আজ বস্ত্র বিতরণের পাশাপাশি লকডাউন চলাকালীন মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পুরো টিম আমাদের গ্রামে এসে কয়েকবার খাবারের ব্যবস্থা করেছেন। তাই পুরো ফুলবাড়ীর তরফ থেকে আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাতে চাই ।'
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি শ্রী শুভাশিষ মণ্ডল, সম্পাদক ড. মলয় বাগচী , সহ-সম্পাদক দীপক দাস ও কোষাধ্যক্ষ শ্রী অনীক বনিক সহ এই সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
জানা গেছে এ সংস্থার পক্ষ থেকে প্রায় ২২০০ জনের হাতে এই বস্ত্রগুলো তুলে দেওয়া হয় ।
No comments:
Post a Comment