স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা বীরভূমে
অভীক মিত্র , বীরভূম :
বীরভূম জেলার রাজগ্রাম আজাদ সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার রাজগ্রামে ।
পাশাপাশি এই শিবিরে এদিন বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও চক্ষুপরীক্ষা করা হয় অসহায় দুঃস্থ ব্যক্তিদের | প্রায় দুইশোজন দুঃস্থ মহিলার হাতে শাড়ি ও তুলে দেওয়া হয় । এছাড়াও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ান এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ।
জানা যায় , এই শিবিরে প্রায় দেড়শোজন রক্তদাতা রক্তদান করেছেন এবং রক্তদানের পর রক্তদাতাদের একটি করে হরলিক্স ও একটি করে ট্রফি দিয়ে সম্মানিত করা হয় ।
এদিন সকালে শিবিরের ফিতে কেটে ক্লাবের পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন বীরভূম জেলাপরিষদের খাদ্য কর্মদক্ষ প্রদীপকুমার ভকত । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারই একনম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিনয় ঘোষ,রাজগ্রাম মহামায়া হাইস্কুলের প্রধান শিক্ষক শঙ্করপ্রসাদ ব্যানার্জী,গোড়সা গ্রামপঞ্চায়েতের প্রধান সুবীর মুখাৰ্জী,রাজগ্রাম গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নজফুল শেখ,প্রাক্তন শিক্ষক কুদ্দুস আলী সহ বিশিষ্টজনেরা।
মুরারই একনম্বর ব্লক তৃণমূল সভাপতি বিনয় ঘোষ বলেন- "সবথেকে বেশি রক্তদানের শিবির করা হয় মুরারই এক নম্বর ব্লকে । তবুও রামপুরহাট মহকুমা হাসপাতাল থেকে মুরারয়ের রুগীদের রক্ত নেই বলে ফিরিয়ে দেওয়া হয় । শিবিরে আসা রামপুরহাট থেকে মেডিক্যাল টিমকে তিনি অনুরোধ করে বলেন এই ধরনের ব্যবহার যাতে না করেন" ।
No comments:
Post a Comment