নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী সাড়ম্বরে পালন করল বাঘাযতীন আচার্য প্রফুল্ল চন্দ্র পার্ক এসোসিয়েশন
গৌতম সাহা,কোলকাতাঃ
আজ ২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একক শক্তি ও সাংগঠনিক ক্ষমতায় যিনি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়ে ছিলেন তার নাম নেতাজী সুভাষচন্দ্র বসু। স্বাধীনতার ইতিহাসে নেতাজী ছিলেন এক অন্যতম বিরল ব্যাক্তিত্ব তথা দেশপ্রেমিক।তাই এই মহামানবের জন্মদিনটিকে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার সঙগে পালন করছে নেতাজীপ্রেমীরা।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে আজ নেতাজীর জন্ম দিবসটি পরাক্রম দিবস হিসাবে পালিত হচ্ছে। এবছর দেশজুড়ে নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী ব্যাপক আকারে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হচ্ছে। পিছিয়ে নেই দেশের তথা রাজ্যের বিভিন্ন গণ সংগঠনগুলি।
এমনই একটি সংগঠন কোলকাতায় বাঘাযতীনে অবস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র পার্ক এসোসিয়েশন। আজ তারা নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী কোভিড-১৯ বিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালন করল।
বহু গুনমুগ্ধ নেতাজীপ্রেমীর উপস্থিতিতে বেলা ২ টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যো দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলেশ মিত্র, সভাপতি জি এম আবুবকর ও সাংস্কৃতিক সম্পাদক পাপিয়া মন্ডল মহাশয়া। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী পরিতোষ বিশ্বাস ও বিশেষ অতিথি হিসাবে শ্রী অজিত কুমার বর্মন মহাশয়। এরপর চলল নানাবিধ অনুষ্ঠান যেমন- কুইজ কনটেস্ট, নেতাজী স্মারক বক্তৃতা,নেতাজীর বিরল আলোকচিত্র ও দেশ বিদেশের দুষ্প্রাপ্য স্মারক ডাক টিকিট প্রদর্শনী। মঞ্চে বিভিন্ন শিল্পী সমন্বয়ে নেতাজীর প্রিয় গান ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। মঞ্চে "জাতীয়তাবাদের স্বরূপ- অতীত ও বর্তমানে" শীর্ষক স্মারক বক্তৃতা দিলেন বিশিষ্ট লেখক,গবেষক, আন্তর্জাতিক স্তরের বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত আলোচক তথা শিব নাদার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অধ্যাপক শ্রীদীপ ভট্টাচার্য্য মহাশয়।
সামগ্রিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বীর ও দেশ নায়ক নেতাজীকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল।
No comments:
Post a Comment