আজ ফের বাঘের আতঙ্ক ময়নাগুড়ি ব্লকে
ময়নাগুড়িঃ গতকালের পর আজ ফের বাঘের আতঙ্ক ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাগলারবাড়ি এলাকায় । প্রত্যক্ষদর্শী হরিপদ রায় লস্কর ও তার জামাই এবং রাজু ইসলামের অভিযোগ গতকাল রাত প্রায় দশটা নাগাদ বাঘটিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন তারা । এবং মানুষের চিৎকার শুনে চা-পাতা বাগানে লুকিয়ে পরে বাঘটি । ফলে রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেকের । গতকাল রাতে ঘটনাটি স্থানীয়দের বললে তারা অবিশ্বাস করেন । এবং আজ সকালে বাঘের পায়ের ছাপ মেলায় স্থানীয়রা বিশ্বাস করেন বলেও অভিযোগ তাদের ।
উল্লেখ্য গতকাল সেই এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার হয় । এবং আজ ফের গতকালের জায়গা থেকে প্রায় 250 মিটার দূরে বাঘের পায়ের ছাপ মেলায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা সাপ্টিবাড়ী এলাকা জুড়ে । ঘটনার খবর দেওয়া হয় রামশাই বন বিভাগ এবং পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন তারা । এবং সারাদিন বহু চেষ্টার পরও বাঘটিকে ধরতে সফল হননি তারা । অবশেষে বিকেল 4 টা নাগাদ খাঁচা বসানো হয় এবং রাত আটটা পর্যন্ত বাঘটি উদ্ধার হয়নি ।
সূত্রের খবর , খাঁচা বসানোর পর বনদপ্তরের কর্মীরা চলে যান ফলে আতঙ্কিত গোটা এলাকাবাসী । জনশূন্য রাস্তা।
No comments:
Post a Comment