Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 24, 2021

আজ ফের বাঘের আতঙ্ক ময়নাগুড়ি ব্লকে

 আজ ফের বাঘের আতঙ্ক ময়নাগুড়ি ব্লকে



ময়নাগুড়িঃ গতকালের পর আজ ফের বাঘের আতঙ্ক ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাগলারবাড়ি এলাকায় । প্রত্যক্ষদর্শী হরিপদ রায় লস্কর ও তার জামাই এবং রাজু ইসলামের অভিযোগ গতকাল রাত প্রায় দশটা নাগাদ বাঘটিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন তারা । এবং মানুষের চিৎকার শুনে চা-পাতা বাগানে লুকিয়ে পরে বাঘটি । ফলে রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেকের । গতকাল রাতে ঘটনাটি স্থানীয়দের বললে তারা অবিশ্বাস করেন । এবং আজ সকালে বাঘের পায়ের ছাপ মেলায় স্থানীয়রা বিশ্বাস করেন বলেও অভিযোগ তাদের ।


উল্লেখ্য গতকাল সেই এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার হয় । এবং আজ ফের গতকালের জায়গা থেকে প্রায় 250 মিটার দূরে বাঘের পায়ের ছাপ মেলায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা সাপ্টিবাড়ী এলাকা জুড়ে । ঘটনার খবর দেওয়া হয় রামশাই বন বিভাগ এবং পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন তারা । এবং সারাদিন বহু চেষ্টার পরও বাঘটিকে ধরতে সফল হননি তারা । অবশেষে বিকেল 4 টা নাগাদ খাঁচা বসানো হয় এবং রাত আটটা পর্যন্ত বাঘটি উদ্ধার হয়নি ।


 সূত্রের খবর , খাঁচা বসানোর পর বনদপ্তরের কর্মীরা চলে যান ফলে আতঙ্কিত গোটা এলাকাবাসী ‌। জনশূন্য রাস্তা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages