Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 11, 2021

আকাশপথে সর্ব দৈর্ঘ্য পথ অতিক্রম করে ইতিহাস তৈরি করলো চার ভারতীয় মহিলা বিমান চালক

আকাশপথে সর্ব দৈর্ঘ্য পথ অতিক্রম করে ইতিহাস তৈরি করলো চার ভারতীয় মহিলা বিমান চালক 




সোমবার সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুতে কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার দীর্ঘতম রুটের বিমান অবতরণ করে। সান ফ্রান্সিসকো থেকে উত্তর মেরুর উপর দিয়ে উড়ে আটলান্টিক এর পথ ধরে প্রায় 16,000 kilometres পথ অতিক্রম করে ইতিহাস তৈরি করলো চারজন ভারতীয় মহিলা ক্যাপ্টেন।



ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, পাপাগাড়ী থানমাই, আকানশা সোনওয়ার এবং শিবানী মনহাস- এই চার মহিলা পাইলট এয়ার ইন্ডিয়ার AI 176 বিমান নিয়ে গতকাল বেঙ্গালুরুতে অবতরণ করে বিমানের ইতিহাসে নজীর তৈরি করলো। এই প্রথম কোন মহিলা পরিচালিত বিমান এত বেশি দূরত্ব অতিক্রম করলো বলে জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়া এক ট্যুইট বার্তায় জানিয়েছে- Capt Zoya Agarwal, Capt Papagiri Thanmei, Capt Akanksha এবং Capt Shivani এয়ার ইন্ডিয়াকে গর্বিত করেছে-তাদের প্রতি রইলো শ্রদ্ধা। সাথে AI176 এর যাত্রী, যারা এই ঐতিহাসিক সফরের সাক্ষ্যি রইলো তাদেরকেও ধন্যবাদ।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages