Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 11, 2021

ভারত ভুটান সীমান্তে নতুন পুলিশ আউট পোস্টের উদ্বোধন


ভারত ভুটান সীমান্তে নতুন পুলিশ আউট পোস্টের উদ্বোধন 


জয়ন্ত বর্মন, বানারহাট : 


ভোটের আগে নিরাপত্তা বেষ্টনীতে ডুয়ার্স তথা উত্তরবঙ্গ ঘিরে ফেলতে প্রশাসনিক পদক্ষেপ। নির্বাচনের আগে প্রতিবছর আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমানা গুলি থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী দের প্রবেশ করার অভিযোগ উঠতে থাকে। এই সমস্ত দিকগুলির ওপর গুরুত্ব দিয়েই ভারত ভুটান সীমান্তে নতুন পুলিশ আউট পোস্টের উদ্বোধন করা হলো রবিবার। ধুপগুড়ি ব্লকের বানারহাট থানার অন্তর্গত চামূর্চিতে উদ্বোধন করা হলো এই নতুন আউটপোস্ট। ভুটান সীমান্ত লাগোয়া এই এলাকায় দীর্ঘদিন থেকে একটি পুলিশ ফাঁড়ির দাবি উঠেছিল স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। সেই দাবি কে মান্যতা দিয়ে পুলিশ ফাঁড়ির তৈরি করায় যথেষ্ট খুশি সেই এলাকার বাসিন্দারা। 


সামনে নির্বাচন নির্বাচনের আগে বরাবরই অভিযোগ ওঠে ভুটান থেকে বহিরাগতদের প্রবেশ নিয়ে, সেইসাথে অস্ত্রের আমদানি।সেই বিষয়গুলি উপর নজর রাখতে এই আউটপোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। একদম আন্তর্জাতিক বাজারে সন্নিকটে অবস্থিত হওয়ায় বিভিন্ন রকম চোরাচালানের স্বর্গ রাজ্য হয়ে উঠেছিল এই এলাকাটি।নতুন এই আউট পোস্ট হওয়ায় প্রশাসন এইসব বিষয়ে আরো দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলে অনুমান। 


রবিবার এই নতুন আউটপোস্ট উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ, এছাড়া উপস্থিত ছিলেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ আন্নাপা ই, জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি বিশাল গর্গ বলেন চামুর্চি আউটপোস্ট সে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আগামী দিনে জলপাইগুড়ি জেলা জুড়ে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages