Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 11, 2021

'বিনা পয়সার বাজার' ওকড়াবাড়ীতে



'বিনা পয়সার বাজার' ওকড়াবাড়ীতে



সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ি এলাকার ফলামিরী রেল স্টেশন মাঠে আলিয়া বিশ্ববিদ্যালয়- এর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি বিনা পয়সার বাজার- এর আয়োজন করা হয়। ওকড়াবাড়ীর যুবক, আলিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাবু হকের উদ‍্যোগে দিনহাটায় এই কর্মসূচির উদ্বোধন হয়। 


লাবু হক জানান, "বিনাপয়সার বাজারের সদস্যরা যে ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাতে সে আপ্লুত। সে সমস্ত সদস্যদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানায়।


এ দিনের উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট সমাজ সেবক রহিত ইসলাম ও দীপক বর্মন। এছাড়াও, সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল হক , সাব্বির রহমান ও লাবুর বন্ধুবান্ধবের একাংশ। 


ব‍্যক্তিগত সমস‍্যার জেরে উপস্থিত থাকতে পারেননি 'সার্কেল' সংস্থার সিইও আরিফ হোসেন। চলভাষে যোগাযোগ করা হলে তিনি জানান, "লাবু খুব ভালো ছেলে। বর্তমান কলকাতায় থাকে পড়াশুনার জন‍্য। তবে বাড়িতে এসে তাঁর এই উদ‍্যোগকে সাধুবাদ। ব‍্যক্তিগত সমস‍্যার জেরে উপস্থিত থাকতে পারিনি। তবে আগামী দিনে উপস্থিত থাকবো অবশ‍্যই ।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages