Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 25, 2021

চিনপাইয়ে কিষান মোর্চার 'মুঠিভিক্ষা'

চিনপাইয়ে কিষান মোর্চার 'মুঠিভিক্ষা'



অভীক মিত্র, বীরভূম :

রবিবার দুপুর বারোটা নাগাদ চিনপাই ও মোদোপা গ্রামে বিজেপি কিষান মোর্চার উদ্দ্যোগে 'কিষান সুরক্ষা অভিযানে'র অঙ্গ হিসাবে "মুঠিভিক্ষা" কর্মসূচি করা হয়।

এদিন কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে একমুঠো করে চাল সংগ্রহ করা হয় এবং বিষয় সমন্ধে আলোকপাত করা হয় ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চার দুবরাজপুর বি মন্ডল সভাপতি মেঘনাদ দাস, জেনারেল সেক্রেটারি মিঠুন দাস,পারুলিয়া পঞ্চায়েতের প্রমুখ ভবতারণ মান্না,কিষান মোর্চার জেনারেল সেক্রেটারি জগন্নাথ মণ্ডল,চিনপাই পঞ্চায়েত শক্তিকেন্দ্র প্রমুখ বাপিনাথ বাগদি,চিনপাই পঞ্চায়েতের কিষান মোর্চার প্রমুখ রঞ্জিত বাগদি সহ কর্মী সমর্থকেরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages