শিক্ষকদের 'দুয়ারে দুয়ারে' প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি
গৌতম সাহা, নদীয়াঃ
প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA এর ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যজুড়ে চলছে ''শিক্ষকদের দুয়ারে দুয়ারে'' কর্মসূচী। আজ বর্দ্ধমান, নদীয়া,মুর্শিদাবাদ,বাঁকুড়া সহ জেলায় জেলায় সংগঠনের সদস্যরা বেতন বঞ্চনার বিরুদ্ধে তার প্রতিবাদে ও কোলকাতায় ২৮ শে জানুয়ারী হতে চলা মহামিছিল সফল করতে প্রাথমিক শিক্ষকদের বাড়ি বাড়ি ঘুরে বেতন বঞ্চনার প্রামাণ্য নথিযুক্ত লিফলেট বিলি করলেন।
প্রসঙগত উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA বিগত ২ বছর যাবৎ নায্য বেতন বঞ্চনার প্রতিবাদে নানা রকম উপায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। দেড় বছর আগে আমরণ অনশণ কর্মসূচীর মত কঠিন আন্দোলনও করেছে এরফলে সরকার কিছুটা বাধ্য হয়েই তাদের দাবীর কিছুটা অংশ মিটিয়েছেন, তাদের বেতন কাঠামো PB2 থেকে PB3 তে উত্তোরণ ঘটিয়েছেন। কিন্তু গতানুগতিক নিয়ম অনুসারে সেই পরিবর্তিত বেতন কাঠামোর উপর যে নোশনাল্ এফেক্ট বা বেশ কয়েকটি ইনক্রিমেন্ট যোগ করার প্রয়োজন ছিল তার কিছুই হয়নি। অথচ অতীতে বা বর্তমানেও বিভিন্ন দপ্তরের বেতন কাঠামো পরিবর্তনের সময় এই নোশনাল এফেক্ট দিতে দেখা গেছে। সেই রকম এফেক্ট না দেওয়ার ফলে সিনিয়র, জুনিয়র বেতন প্রায় এক হয়ে গেছে যেটি এক বিরলতম ঘটনা বলে দাবী করছেন UUPTWA নেতৃত্ব। তাদের দাবী নোশানাল এফেক্ট না দেবার ফলে 01.01.2006 থেকে 2019 সুদীর্ঘ 13 বছরের ইনক্রিমেন্ট গুলো একপ্রকার গায়েব হয়ে গিয়েছে। তাই প্রতি মাসে বিরাট অংশের বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাই গত দেড় বছর ধরে সরকারী ভুল ত্রুটিগুলি আধিকারীকদের জানিয়েছেন এমনকি সুনির্দিষ্ট ভাবে তাদের উপর হওয়া বঞ্চনা গুলো তারা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। বহুবার বিকাশ ভবনে গিয়ে সরকারী উচ্চ পদস্থ অফিসারদের সঙগে সাক্ষাৎ করে কেবল প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ন্যায় বিচার তারা পাননি ।
তাই বাধ্য হয়ে তারা আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। উস্থির ডাকে 28 শে জানুয়ারী কোলকাতা কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানিয়ে সংগঠনের সদস্য- সদস্যাবৃন্দরা প্রাথমিক শিক্ষকদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং কোলকাতা যাবার জন্য উৎসাহিত করছেন।
সংগঠনের সভাপতি সন্দীপ ঘোষ জানালেন তাদের আমরণ অনশন কর্মসূচীর ফলে সরকার 26.07.19 তারিখে একটি G.O প্রকাশ করেন যেটি প্রয়োগ করতে দেখা যায় যে কার্যক্ষেত্রে অর্ডারটি বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ হিসাবে প্রমাণীত হয়েছে।এই অর্ডারের ফলে প্রাথমিক শিক্ষককুল বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তারা বারংবার সরকারী দপ্তরে গিয়ে এই ত্রুটিপূর্ণ অর্ডারের স্পষ্টটা ধরিয়ে দিলেও তার সংশোধনের কথা শুনেছেন।কিন্তু বস্তুত কোন কার্যকারীতার বা নিশ্চয়তার হদিস পাননি।যার ফলে তারা আবার আন্দোলনে ব্রতী হয়েছেন। "শিক্ষক দুয়ারে দুয়ারে'' কর্মসূচীতে তারা দারুণ সাড়া পাচ্ছেন।তিনি আশাবাদী 28 শে জানুয়ারীতে আবার কোলকাতা প্রাথমিক শিক্ষকদের বৃহত্তম সমাবেশের সাক্ষী থাকবে।
No comments:
Post a Comment