দিনহাটার বিশিষ্ট ৮ জন সংগীত শিল্পীদের নিয়ে তৈরি হলো স্বাধীনতার গান
ভারতের 72 তম প্রজাতন্ত্র দিবসের দিনে দিনহাটার বিভিন্ন সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম আট জন সংগীত শিল্পীকে নিয়ে তৈরি হলো গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জাতীয় সংগীত কে নব প্রজন্মের কণ্ঠে উপস্থাপন করলো ড্রিম স্টার স্টুডিও প্রোডাকশন হাউস।
ছোট-বড় নির্বিশেষে গানের কন্ঠ গুলি সবার মন ছুঁয়ে গেছে। দিনহাটার এই ৮ জন শিল্পী হল দেবজ্যোতি বর্মন, জয়দীপা বিশ্বাস, বিক্রমদ্বীপ মজুমদার, ভূমিকা সরকার, ঋতুরাজ চ্যাটার্জী, অর্ণব বোস, শুভম সাহা এবং অনুস্মিতা নাগ।
পরিচালক শুভময় কার্য্যীর ভিডিও পরিচালনা এবং ঋতুরাজ চ্যাটার্জির সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এই গান। গানটি মিক্সিং এবং মাস্টারিং করেছে সুরোজ দেবনাথ। এছাড়াও ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে গানটি ফুটিয়ে তুলেছে সৃষ্টি স্টুডিও।
গানটির লিংক: https://youtu.be/VCKC-v7ixOI
No comments:
Post a Comment