তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের দিনভর চিত্রশিল্প কর্মশালা
তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ২৬শে জানুয়ারী ২০২১ অনুষ্ঠিত হলো সারা দিন ব্যাপি চিত্রশিল্প কর্মশালা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি শ্রী নিহার মজুমদার মহাশয়, চিত্রশিল্পী নির্মল চন্দ, চিত্রশিল্পী দীপঙ্কর বসু বিশ্বাস, চিত্রশিল্পী মৃন্ময় দে সরকার, চিত্রশিল্পী তপন কান্তি রায়,চিত্রশিল্পী পরমেশ দাস,চিত্রশিল্পী তুহিন ঘোষ প্রমুখ।
জলপাইগুড়ি জেলার সমস্ত শিল্পী দের এক ছাতার নিচে নিয়ে আসাই এই ফোরামের মূল উদ্দেশ্য।
করনা পরবর্তী পরিস্থিতিতে শিল্পী ও শিল্পের পাশে দাড়িয়ে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার অঙ্গিকার করে শিল্পী ও শিল্পের মানোন্নয়ন হল তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের লক্ষ।
No comments:
Post a Comment