Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 27, 2021

দিনহাটা মহাবিদ‍্যালয়ে অনৈতিকভাবে গ্রুপ ডি কর্মী নিয়োগের অভিযোগ, প্রতিবাদের সরব TMCP-SFI



দিনহাটা মহাবিদ‍্যালয়ে অনৈতিকভাবে গ্রুপ ডি কর্মী নিয়োগের অভিযোগ, প্রতিবাদের সরব TMCP-SFI 


দিনহাটা মহাবিদ‍্যালয়ে অনৈতিকভাবে গ্রুপ ডি কর্মী নিয়োগের অভিযোগ। ৭৫ দিন ক্যাজুয়াল কর্মিদের অনশনের পর রাজ‍্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় জানিয়েছিলেন, কলেজগুলিতে কোনো গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হলে তা রীতিমতো নিয়ম মাফিক সবাইকে জানিয়েই করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রীর সেই ঘোষনা ব্রাত‍্য রয়ে গেলো। দিনহাটা মহাবিদ‍্যালয়ে রাতারাতি তিন জন গ্রুপ ডি নিয়োগ করা হয়েছে বলেই অভিযোগ। 





আজ দিনহাটা মহাবিদ‍্যালয়ের মেইন গেটের সামনে এর প্রতিবাদেই আন্দোলনে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনকারীদের দাবি কোনোরুপ জানানো ছাড়াই কলেজ কি করে ওই তিনজন গ্রুপ ডি কে নিয়োগ করতে পারে। যা পুরোপুরি অনৈতিক। ওই নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবির আওয়াজ ওঠে এদিন। 




এদিন, কলেজ কর্মচারী মাহাবুব বাবূ জানান, এই আন্দোলনে আমরাও রয়েছি। নীতিগত ভাবে এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। এই নিয়োগ পুরোপুরিই অনৈতিক।

দিনহাটা মহাবিদ‍্যালয়ে অনৈতিক ভাবে অস্থায়ী কর্মী নিয়োগের ঘটনার তীব্র বিরোধীতা করলো ভারতীয় ছাত্র ফেডারেশন। ভারতীয় ছাত্র ফেডারেশনের তরফে এই নিয়োগের তীব্র বিরোধীতা করে স্মারক লিপি প্রদান করা হয়। 


এদিন SFI এর পক্ষ থেকে এই স্মারক লিপি দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষকে মেইলে পাঠানো হয়। পাশাপাশি, দিনহাটা থানার আইসি, দিনহাটা মহকুমা শাসককেও এই বিষয়ে স্মারকলিপি দেয় এস এফ আই। যদিও জানা যাচ্ছে, দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ এই স্মারকলিপি গ্রহণ করেননি। 

স্মারক লিপিতে এস এফ আইয়ের তরফে জানানো হয়েছে, রাজ‍্য সরকারের ২০১৭ সালের ঘোষনা অনুযায়ী কাউকে মর্জিমাফিক রা নিজ ইচ্ছায় নিয়োগ করা যায় না। দিনহাটা কলেজে অস্থায়ী কর্মচারী রয়েছেন তাঁদের বেতন ১৮০০০ টাকার দাবিও স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages