Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 27, 2021

না ফেরার দেশে চলে গেলেন সাধারণ মানুষের ভালোবাসার মানুষ অরবিন্দ সেনগুপ্ত

না ফেরার দেশে চলে গেলেন সাধারণ মানুষের ভালোবাসার মানুষ অরবিন্দ সেনগুপ্ত



না ফেরার দেশে চলে গেলেন সাধারণ মানুষের ভালোবাসার মানুষ,পড়ুয়াদের কাছে শিক্ষক, অভিভাবকহীন মানুষের কাছে একজন প্রকৃত অভিভাবক,সাহিত্য স্রষ্টা মানুষদের কাছে সাহিত্যিক,সমাজ সচেতন মানুষদের কাছে একজন সমাজ সচেতক শিক্ষাবিদ।আসলে সমাজের প্রতিটি মানুষের কাছেই তিনি তার কর্মগুনে এবং আদর্শে একজন পথ প্রদর্শক মানুষ হিসাবে ছিলেন।তিনি হলেন অরবিন্দ সেনগুপ্ত মহাশয়।

মাত্র ৭২ বছর বয়সে তিনি শ্বাসকষ্ট জনিত কারণে হৃদযন্ত্র বিকল হবার কারণে মৃত্যুবরণ করেন বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে।

অশোকনগর বিবেকানন্দ বিদ্যামন্দির(উঃমা) একজন  পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন।আসলে তিনি মানুষের সাথে মিশে যেতেন খুবই নিবিড়ভাবে।বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।দেশের প্রজাতন্ত্র দিবসের আগের  রাতে তিনি মৃত্যুবরণ করেন।তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জড়িত ছিলেন। শিক্ষকতা করবার পাশাপাশি সাহিত্য চর্চা করেছেন সমানতালে।

একবিংশ শতাব্দীর কবিতা,সৌহার্দ্য,নবাঙ্কুর,বুলবুল এর মত একাধিক সাহিত্য পএ পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে।তার প্রথম কাব্যগ্রন্থ অনুভূতির গভীরে।যা সাহিত্য পাঠক মহলে বিশেষ ভাবে প্রসংশিত। বর্তমানে তার বহু ছাএ দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে কর্মরত আছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages