জয়ন্ত বর্মন, ধূপগুড়ি :: ধূপগুড়িকে মহকুমা গঠনের দাবিতে তৃণমূল যুব কংগ্রেসের মশাল মিছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরাতিগুড়ি স্কুলের সামনে থেকে মশাল মিছিলটি গোটা শহর পরিক্রম করে। এদিনের মশাল মিছিলে তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন বাদে ধূপগুড়ি শহরে বিরাট মিছিল করল তৃণমূল কংগ্রেস।
এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকার, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বৈদ্য কুন্ডু, তৃণমূল যুব নেতা ইভান দাস সহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য ও সদস্যারা।
উল্লেখ্য কিছুদিন আগেই ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা গঠনের দাবিতে বাইক মিছিল করা হয়। এদিকে বিধানসভা নির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা গঠনের ক্রমশ জোরালো হচ্ছে।
No comments:
Post a Comment