প্রথম ভারতীয় হিসাবে বাঙালি বিজ্ঞানীর আন্তর্জাতিক পুরষ্কার লাভ
প্রথম ভারতীয় হিসেবে সম্প্রতি, ইন্টার্নেশনাল সোসাইটি অফ অপটিকস এন্ড ফোটোনিকস (SPIE) থেকে অত্যন্ত সম্মানজনক G G Stokes awards 2021 লাভ করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রফেসর নির্মাল্য ঘোষ মহাশয়। বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানীর নামাঙ্কিত এই পুরস্কার ইতিপূর্বে পেয়েছেন --R Clark Jones,Emil Wolf,Russel Chipman প্রমূখ অত্যন্ত বিখ্যাত পদার্থবিজ্ঞানীরা।
জন্মসূত্রে মেদিনীপুরের ক্ষীরপাই থেকে স্কুলশিক্ষা সমাপ্ত করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে বিএসসি এবং এমএসসি করার পর RRCAT থেকে তিনি পিএইচডি এবং ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে post-doctoral ডিগ্রি লাভ করেন।2009 থেকে প্রফেসর ঘোষ IISER কলকাতায় কর্মরত এবং সেখানে আলোকের জৈবিক ও ন্যানো প্রযুক্তি গবেষণাগার(BIONAP) স্থাপন করেন যেখানে গবেষণা করেন এবং করে চলেছেন একদল মেধাবী ছাত্র-ছাত্রী-- জল্পা শনি, নন্দন দাস, মন্দিরা পাল, সুদীপ্ত সাহা, শুভম চান্দেল, সুবীর রায়, আথিরা বি এস, নীলাদ্রি মোদক, শ্যামল গুছাইত, জীবন নায়েক, অন্বেষা পান্ডা,অঙ্কিত সিং প্রমূখ।
প্রফেসর ঘোষ এবং তার রিসার্চ ল্যাবের গবেষণা মূলত আলোর মেরুকরণ দ্বারা পদার্থের আভ্যন্তরীণ বিন্যাস ও সূক্ষ্ম জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্বন্ধে যা প্রচলিত যন্ত্র ধরতে পারেনা। এই পদ্ধতিতে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের মেরু কৃত(polarized) আলো পদার্থের উপর ফেলে বিচ্ছুরিত বর্ণালী পর্যবেক্ষণের দ্বারা পদার্থের কম্পোজিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। আলোর মেরুকরণের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্বের জটিল বিষয় পদার্থবিজ্ঞানীদের জন্য ছেড়ে দিলেও এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ ঘটবে বায়োমেডিকেল সাইন্স এ জটিল রোগ নির্ণয় করার ক্ষেত্রে। সাধারণ মানুষের কাছে প্রফেসর ঘোষের গবেষণা এবং BIONAP এর গুরুত্ব এখানেই।
প্রফেসর ঘোষ বর্তমানে কল্যাণীতেই থাকেন এবং ছাত্র জীবনে কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পি জি ১ হোস্টেলে। তাঁর হোস্টেল জীবনের ঘনিষ্ঠ বন্ধু, বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর উৎপল মণ্ডল জানালেন," নিমু শুধু বিজ্ঞানের মেধাবী ছাত্রই ছিল না, ইনডোর আউটডোর যে কোনো রকমের খেলাধুলায় যেমন চ্যাম্পিয়ন, তেমনি জ্ঞানচর্চার যে কোন শাখায় ছিল তার স্বচ্ছ ধারণা। হোস্টেলে থাকার সময় জীবনে প্রথম আবৃত্তি করে তৃতীয় স্থান অধিকার করেছিল। ও নিজেই পছন্দ করেছিল কবিতা,আর সে কবিতা ছিল বিষ্ণু দের ঘোড়সওয়ার! তাহলে বুঝতেই পারছো। "
খুব সংগত কারণেই তাঁর বিশ্ববিদ্যালয় এবং হোস্টেল জীবনের বন্ধুমহল অত্যন্ত গর্বিত তাদের নির্মাল্য কে নিয়ে।
No comments:
Post a Comment