Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 18, 2021

আশি উর্দ্ধ অসহায় বৃদ্ধা মহিলার পাশে এগিয়ে এলো দিনহাটা ১নং ব্লক প্রশাসন

আশি উর্দ্ধ অসহায় বৃদ্ধা মহিলার পাশে এগিয়ে এলো দিনহাটা ১নং ব্লক প্রশাসন 



অনুপম মোদক, ১৮ই জানুয়ারি ২০২১,দিনহাটা, সংবাদ একলব্য :

দিনহাটা ১ নং ব্লকের পেটলা    গ্রাম পঞ্চায়েত এলাকার জামাদারবস গ্রামের ৬/১৯৭ নং বুথের  বাসিন্দা বৃদ্ধা মনো রায় আশি উর্দ্ধ মহিলা ।


স্থানীয় সূত্রে জানা  গিয়েছে বহু বছর আগে স্বামী গৌরাঙ্গ রায়ের মৃত্যুর পর  একমাত্র ছেলে তাঁকে ছেড়ে শশুরবাড়ি চলে গিয়েছেন । তখন থেকে  একটি ভাঙা টিনের  ঘরে তার  একার  সংসার  । মাঠে, ঘাটে  বা অন্যের  বাড়িতে  অচল শরীরে কখনো কাজ, আবার  কখনো সাহায্য  নিয়ে  হাঁড়িতে   অন্ন ওঠে  তার । অসহায়  বৃদ্ধা বলেন  " এই ঠান্ডায় শরীরে   জড়ানোর মতো  আমার এই একটি কাপড়ই  সম্বল, আরো  বলেন বহু  বছর ধরে  গ্রাম  পঞ্চায়েতে  আবেদন  করে  একটি  থাকার  ঘর ও  জোটে  নি    । 

আজ সোমবার    দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন  আধিকারিক  সৌভিক চন্দ মহাশয়ের নির্দেশে  বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মহাশয় পরিমল চন্দ্র মোদক   সেখানে   খাদ্য সামগ্রী ও শীতবস্র  নিয়ে  পৌঁছান এবং সেখানে গিয়ে  দপ্তরের পক্ষ থেকে  অসহায়  বৃদ্ধার হাতে কিছু নগদ অর্থও প্রদান করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages