আশি উর্দ্ধ অসহায় বৃদ্ধা মহিলার পাশে এগিয়ে এলো দিনহাটা ১নং ব্লক প্রশাসন
অনুপম মোদক, ১৮ই জানুয়ারি ২০২১,দিনহাটা, সংবাদ একলব্য :
দিনহাটা ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার জামাদারবস গ্রামের ৬/১৯৭ নং বুথের বাসিন্দা বৃদ্ধা মনো রায় আশি উর্দ্ধ মহিলা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর আগে স্বামী গৌরাঙ্গ রায়ের মৃত্যুর পর একমাত্র ছেলে তাঁকে ছেড়ে শশুরবাড়ি চলে গিয়েছেন । তখন থেকে একটি ভাঙা টিনের ঘরে তার একার সংসার । মাঠে, ঘাটে বা অন্যের বাড়িতে অচল শরীরে কখনো কাজ, আবার কখনো সাহায্য নিয়ে হাঁড়িতে অন্ন ওঠে তার । অসহায় বৃদ্ধা বলেন " এই ঠান্ডায় শরীরে জড়ানোর মতো আমার এই একটি কাপড়ই সম্বল, আরো বলেন বহু বছর ধরে গ্রাম পঞ্চায়েতে আবেদন করে একটি থাকার ঘর ও জোটে নি ।
আজ সোমবার দিনহাটা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক চন্দ মহাশয়ের নির্দেশে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মহাশয় পরিমল চন্দ্র মোদক সেখানে খাদ্য সামগ্রী ও শীতবস্র নিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে দপ্তরের পক্ষ থেকে অসহায় বৃদ্ধার হাতে কিছু নগদ অর্থও প্রদান করেন ।
No comments:
Post a Comment