২৮ তারিখ মহামিছিল কে সামনে রেখে জেলায় জেলায় ডি.আই কে ডেপুটেশানে উস্থি
গৌতম সাহা, বর্ধমানঃ
আগামী ২৮ শে জানুয়ারী বেলা ১২ টায় কোলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনী রোড অবধি মহামিছিলের ডাক দিয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি।
রাজ্য কমিটির নির্দেশ মতো এই মহামিছিলের পূর্বে চলছে জেলায় জেলায় ডি. আই সাহেব কে ডেপুটেশন। প্রসঙগত উল্লেখযোগ্য নায্য বেতন ও নানা রকম বঞ্চনার বিরুদ্ধে এই সংগঠন ২০১৯ এর জুলাই মাসে দুই সপ্তাহব্যাপী আমরণ অনশন করেছিল এবং সেই প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের বেতন বঞ্চনা কে মান্যতা দিয়ে বেতন কাঠামো সংশোধন করেছিল। রাজ্যের ১ লক্ষ ৮৬ হাজার প্রাথমিক শিক্ষক- শিক্ষিকার বেতন PB 2 স্কেল থেকে পরিবর্তিত হয়ে PB 3 স্কেল হয়েছিল। যদিও তাদের মূল দাবী ছিল অন্যান্য রাজ্যের মতো সর্বভারতীয় স্তরে PRT Scale এর বেতন। তাই অন্যান্য রাজ্যের মতো PRT scale এ বেতন না হলেও PB 3 scale এ বেতন নিয়ে আপাতত তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু সমস্যা তৈরী হয়েছিল পরিবর্তিত বেতনটিকে অন্যান্য দপ্তরের মতো নোশনাল্ এফেক্ট দিয়ে সংশোধিত না করার জন্য।তারপর ষষ্ঠ বেতন কমিশনে বেতন বঞ্চনা আরো বেড়ে যায়। দেখা যায় সংশোধন না হওয়ায় সিনিয়র- জুনিয়র বেতন প্রায় এক হয়ে যায়।
সংগঠনের নেতৃত্ব বারংবার বিকাশ ভবনে গিয়ে উচ্চ পদস্থ অফিসারদের সঙগে সাক্ষাত করেও সরকারী বেতন সংক্রান্ত আদেশনামার কোন সুস্পষ্টতা পেতে অপারগ হন। শেষে সংগঠনের সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে তার হস্তক্ষেপ ও সাক্ষাত প্রার্থনা করেও বিফল হন। ফলতঃ বেতন বঞ্চনার বিরুদ্ধে আবার আন্দোলনের পথে নামতে চলেছেন রাজ্যের লক্ষাধিক প্রাথমিক শিক্ষক- শিক্ষিকাগণ। তার আগে বিভিন্ন জেলায় চলছে ডেপুটেশনের পালা।
আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ দুপুর 2.00 টায় পূর্ব বর্ধমান জেলা ডি, আই, অফিস (প্রাথমিক)এর সামনে কোভিড বিধির মান্যতা দিয়ে প্রায় দুই শত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা শান্তিপূর্ণ জমায়েত করেন এবং একটি প্রতিনিধি দল ডি.আই সাহেবের অনুপস্থিতিতে মাননীয় এ.ডি.আই মহাশয়ের আলোচনা সাপেক্ষে ডেপুটেশন প্রদান করেন।
তাদের ডেপুটেশনের মূল দাবি গুলি ছিল ০১/০১/২০০৬ তারিখ থেকে পরিবর্তিত বেতনের নোশনাল এফেক্ট দিয়ে সিনিয়রিটি নিয়ে যে সমস্যা তার সমাধান করতে হবে। অর্থাৎ বিভিন্ন সালে যোগ দেওয়া শিক্ষক শিক্ষিকাদের একই বেতন হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র টিচাররা জুনিয়ারদের থেকে কম বেতন পাওয়া ইত্যাদি সেই সব ব্যাপারের সমাধান করতে হবে। এছাড়া ১৮ বছরের সমস্যা অর্থাৎ ২০২০ এর আগে যারা ১৮ বছর চাকরীর মেয়াদ সম্পূর্ণ করেছেন তাদের লেভেল ৯ অথচ যারা ২০২০ এবং পরবর্তীকালে ১৮ বছর সম্পূর্ণ করবেন তারা লেভেল ১০ এই বৈষম্য যাতে মেটানো হয়, প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট, NIOS থেকে NC সমস্যার দ্রুত সমাধান, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জেলার মধ্যে যেসব শিক্ষক-শিক্ষিকা বাড়ি থেকে দূরবর্তী স্থানে শিক্ষকতা করছেন তাদের দ্রুত বদলির ব্যবস্থা ইত্যাদি করা ।
মাননীয় এ.ডি.আই সাহেব এর সাথে তাদের আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবী করেন শিক্ষক জেলার কনভেনর মাধাই চন্দ্র মন্ডল। তিনি আরো জানান ডি.আই সাহেব তাদের আশ্বাস দিয়েছেন উক্ত ব্যাপারগুলো নিয়ে উনি শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করবেন।
No comments:
Post a Comment