বোল্ডার বোঝাই ট্রাকের সাথে টাটা মেজিক ও মারুতি ভ্যানের সংঘর্ষ,মৃত অন্তত 2
মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ধূপগুড়ির লাল স্কুল সংলগ্ন এলাকায় বোল্ডার বোঝাই ট্রাকের সাথে টাটা মেজিক ও মারুতি ভ্যানের সংঘর্ষ,মৃত অন্তত 2 ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বোল্ডার বোঝাই গাড়ির নিচে চাপা পড়ে রয়েছে অল্টো আর টাটা ম্যাজিক গাড়িটি।
বরযাত্রী নেওয়ার জন্য অল্টো কার একটি দাঁড়িয়ে ছিল সেখানেই, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।
শেষ পাওয়া খবর অনুসারে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪। আহত বহু ।
No comments:
Post a Comment