Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 19, 2021

মুখ্যমন্ত্রীর জনসভায় আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের দাবি সহ ছয় দফা দাবি সহ স্মারকলিপি প্রদান

 

মুখ্যমন্ত্রীর জনসভায় আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের দাবি সহ ছয় দফা দাবি সহ স্মারকলিপি প্রদান 



আজ পুরুলিয়া জেলার হুটমুড়া ফুটবল ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী এক জনসভায় যোগ দিতে আসেন। সেখানে পুরুলিয়া জেলার স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের  প্রায় শতাধিক আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাগণ মুখ্যমন্ত্রীকে তাদের স্থায়ীকরণের দাবি সহ ছয় দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। 


তাদের দাবিগুলো হলো 1)স্থায়ীকরণ  2)ন্যায্য বেতন  3)এস এস সি পরীক্ষায় সিট সংরক্ষণ 4) অবসর সময়ে এককালীন ভাতা 5)শারদ উৎসবে বোনাস ও 6)পুনর্নিয়োগ।


এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি দীপক মাহাতো জেলা সম্পাদক সত্যরঞ্জন গাঙ্গুলী রাজেশ মন্ডল প্রমুখ। 



জেলা সম্পাদক সত্যরঞ্জন গাঙ্গুলী জানান এরপরেও যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

1 comment:

  1. Betting in your city - Sporting 100
    Betting 토토사이트 in septcasino your jancasino.com city - Sporting aprcasino 100 토토

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot

Pages