আই আই এফ এল ফাইন্যান্স পশ্চিমবঙ্গে লঞ্চ করল নিশ্চিত উপহারসহ গোল্ড লোন মেলা
ভারতের সবচেয়ে বড় নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলোর অন্যতম, আই আই এফ এল ফাইন্যান্স, পশ্চিমবঙ্গে ‘গোল্ড লোন মেলা’ লঞ্চ করেছে। সমস্ত নতুন ক্রেতা ১০,০০০ টাকা বা তার বেশি গোল্ড লোনে পাবেন নিশ্চিত উপহার।
এই প্রকল্পে এ ছাড়াও আছে মাসে ১% থেকে শুরু আকর্ষণীয় সুদের হার, মাত্র ৫ মিনিটে ঋণ দেওয়ার প্রক্রিয়া মিটিয়ে ফেলার দায়বদ্ধতা, সোনার সর্বোচ্চ ঋণ মূল্য এবং সহজ ডিজিটাল পেমেন্টের সুবিধা। এই অফার সারা পশ্চিমবঙ্গের ১৩৩টা আই আই এফ এল গোল্ড লোন শাখায় পাওয়া যাচ্ছে।
‘নিউ ইয়ার ২০২১ গোল্ড লোন মেলা’-র লঞ্চ উপলক্ষে শ্রী নীলয় ঘোষ, ইস্ট জোনাল হেড, আই আই এফ এল ফাইন্যান্স, বলেন: “আমরা বিশ্বাস করি যে নতুন ভারত কেবল বড় স্বপ্নই দেখে না, স্বপ্নগুলো নিজের জোরেই পূরণ করতেও চায়। তাদের যাত্রায় বিশ্বাসযোগ্য সঙ্গী হতে পেরে আই আই এফ এল ফাইন্যান্স গর্বিত। এই নিউ ইয়ার ২০২১ আই আই এফ এল গোল্ড লোন মেলা তাদের স্বপ্নপূরণের একটা পথ। নিশ্চিত উপহার ও ছাড়সহ সোনার উপর ঋণের মাধ্যমে তৎক্ষণাৎ নগদ টাকা এই স্বপ্নপূরণে সাহায্য করবে। আমাদের নতুন ক্রেতারা এই মেলাটা খুব পছন্দ করছেন।”
আই আই এফ এল ফাইন্যান্স ভারতের সবচেয়ে দ্রুত বেড়ে চলা এবং খুচরো বাজারে সবচেয়ে বেশি জোর দেওয়া ফাইন্যান্স কোম্পানিগুলোর অন্যতম। এই মুহূর্তে ৪০, ০০০ কোটি টাকার বেশি সম্পত্তি এই কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে এবং ২৫০০ জায়গায় এই কোম্পানির উপস্থিতি। এমনকি লকডাউনের সময়েও আই আই এফ এল ফাইন্যান্সের গ্রাহক সম্প্রদায় এবং ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গ্রাহকদের সাথে #SeedhiBaat-এর জন্য এবং তুলনামূলকভাবে কম মূল্যে আর কোন লুকনো চার্জ ছাড়াই ঋণ দেওয়ার কারণে।
About IIFL Finance
IIFL Finance, through its subsidiaries, offers a wide spectrum of products such as Home loan, Gold loan, Business loan, Microfinance, Capital Market finance and Developer & Construction finance to a vast customer base of about 30 lakh customers. IIFL Finance has widened its pan-India reach through extensive network of branches spread across the country and various digital channels.
IIFL Finance Limited
Press Release
For immediate publication
January 11, 2021
IIFL Finance launches Gold Loan Mela in West Bengal, with assured gifts
IIFL Finance, one of India’s largest non-banking finance companies, has launched ‘Gold Loan Mela' in the state of West Bengal. All new customers get assured gifts on Gold Loan starting Rs.10,000 and above.
This scheme also offers an attractive interest rate starting 1% per month with a commitment of quick processing of loan in just 5 minutes, maximum Loan value on Gold and easy digital payment options. The offer is available in 133 IIFL Gold Loan branches across West Bengal.
Speaking on the launch of 'New Year 2021 Gold Loan Mela’ Mr. Niloy Ghosh, East Zonal Head, IIFL Finance said: “We believe that the new India is not only dreaming big but also wants to realise the dreams on their own. IIFL Finance is proud to become the trusted partner in their journey. This New Year 2021, IIFL Gold Loan Mela provides an avenue to fulfil their dreams with instant cash on their Gold Loan along with assured gifts and discounts. The Mela is being appreciated by our new customers.”
IIFL Finance is one of the fastest growing and most retail-focussed finance companies in India with over Rs 40,000 crore of assets under management and is present in 2500 locations. IIFL Finance has seen its customer base and business growing significantly even during the lockdown phase due to #SeedhiBaat with customers and offering loans at lower cost and without any hidden charges.
About IIFL Finance
IIFL Finance, through its subsidiaries, offers a wide spectrum of products such as Home loan, Gold loan, Business loan, Microfinance, Capital Market finance and Developer & Construction finance to a vast customer base of about 30 lakh customers. IIFL Finance has widened its pan-India reach through extensive network of branches spread across the country and various digital channels.
No comments:
Post a Comment