'জল পড়ে পাতা নড়ে বিজেপির পাগলা দিলীপ মাথা নাড়ে' বড়জোড়া জনসভা থেকে আক্রমণ প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের
SER-23,বাঁকুড়া,১০ জানুয়ারী
রবিবার বাঁকুড়ার বড়জোড়া যুব তৃণমূল কংগ্রেসের তরফে একটি জনসভার আয়োজন করা হয় বড়জোড়ায় । আজকের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ।পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা,বাঁকুড়া জেলা পরিষেদের কোমেন্টর আশুতোষ মুখার্জী, বিষ্ণুপুর সাংগঠনিক যুব সভানেত্রী অর্চিতাবিদ সহ দলীয় কর্মীবৃন্দ ।আজকের এই সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিলেন মদন মিত্র । তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষের সুরে বলেন, 'জল পড়ে পাতা নড়ে বিজেপির পাগলা দিলীপ মাথা নাড়ে'।
এছাড়া নাম না করে তিনি সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দ্যেশ্য করে বলেন, যে বউকে রাখতে পারেনা সে সাধারণ মানুষের দায়িত্ব নেবেন কী করে ।এছাড়াও তিনি শুভেন্দু অধিকারিকে কামারহাটিতে ভোটে দাঁড়িয়ে দেখানোর কথা বলেছেন । পাশাপাশি তিনি বলেন, হরিয়ানা যা করেছে আমরাও সেই চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। এরপর হেলিকপ্টার বাঁকুড়ার মাটিতে নামতে দেব না।
একটা জিপে করে যাচ্ছে ডানদিকে শুভেন্দু,বাঁ দিকে মুকুল, পিছনে অর্জুন এদিকে শীলভদ্র লুকিয়ে রয়েছে পেছন থেকে ।
পাশাপাশি শেষে তিনি অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি করেছিলেন হ সে বিষয়ে ক্ষমাও চেয়ে নিলেন দলীয় কর্মীদের কাছে। এবং বলেন আমার একটা ভুলের জন্য আমাদের দলকে মমতাকে দায়ী করবেন না।
No comments:
Post a Comment