রেলওয়ে ওভারব্রিজের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন , চাঞ্চল্য এলাকাজুড়ে
ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :
অল্পের জন্যে রক্ষা পেল নির্মীয়মান রেলওয়ে ওভারব্রিজ এবং কর্মরত শ্রমিকরা। শনিবার দুপুরে আচমকাই রেলওয়ে ওভারব্রিজের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন সংলগ্ন এলাকায় । এদিন শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি করে নেমে যায়। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল বাহিনীকে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী। তবে সিলিন্ডার ফেটে যাওয়ার আশঙ্কা থেকেই হুড়োহুড়ি পড়ে যায় শ্রমিকদের মধ্যে। কিন্তু দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পেল ।
স্থানীয় বাসিন্দা হরিপদ রায় বলেন, ‘ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলাম। অন্যান্য দিনের মতোই তার চলছিল আচমকাই দেখতে পাই নির্মীয়মান রেলওয়ে ওভারব্রিজের ওপর সিলিন্ডারে দাউ দাউ করে আগুন।'
ওভার ব্রিজ থেকে ঢিলছোড়া দূরত্বে ধুপগুড়ি রেল স্টেশন ঘটনার খবর পেয়ে আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরাও ঘটনাস্থলে ঘটনাস্থলে ছুটে আসে সেখানে প্রাথমিক পর্যায়ে তদন্তও সম্পন্ন করেছেন। পাশাপাশি রেলের উর্দ্ধত্তন কর্তৃপক্ষকেও ঘটনাটি জানানো হয়। অপরদিকে ধূপগুড়ি দমকল বাহিনী এবং কর্মরত কেউই আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। তবে আগুন নিয়ন্ত্রনে আনার কিছুক্ষন পর পুনরায় কাজে হাত লাগান শ্রমিকরা।
No comments:
Post a Comment