Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 27, 2021

৪ দফা দাবি নিয়ে কনভেনশন SFI এর




SFI এর ছাত্র ছাত্রীদের কনভেনশন অনুষ্ঠিত হলো বালিকা বন্দরে ।




নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য , ২৭ ফেব্রুয়ারি :


নাজিরহাট বড়শাকদল আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় বালিকা বন্দরে শহীদ কমরেড মঈদুল ইসলাম মিদ্দা মঞ্চে ৪দফা দাবির ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশনের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি ছাত্র ছাত্রীদের কনভেনশন অনুষ্ঠিত হয় ।




উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি কৌশিক ঘোষ, জেলা সম্পাদক প্রণয় কায্যি, SFIপ্রাক্তন নেএী কমরেড সৌমি নন্দী, জেলা কমিটির সদস্যা নবনিতা কায্যি, নাজির হাট-বড় শাক দল আঞ্চলিক কমিটি সভাপতি কপিল রায় সম্পাদক সাব্বির রহমান, ছাএী কনভেনার বুবুনি বর্মন, কাকলী বর্মন।




তাদের ৪ দফা দাবি গুলি হলো :-


১) দিনহাটা ২ নং ব্লকের ঘোষিত কলেজ অবিলম্বে চালু করতে হবে।

২) নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

৩) সমস্ত স্কুল কলেজে স্যানিটারি ভেন্টিং মেশিন বসাতে হবে ।

৪) সমস্ত স্কুলে ছাত্রী দের কমন রুমের ব্যবস্থা করতে হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages