Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 23, 2021

বিধানসভা নির্বাচন ২০২১ এ করোনা পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ গ্রহণ, এখুনি জেনে নিন

বিধানসভা নির্বাচন ২০২১ এ করোনা পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ গ্রহণ, এখুনি জেনে নিন 



সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান পর্ব চলছে। এখনো নির্মূল হয়নি করোনা। নতুন করে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র। এমন পরিস্থিতিতে হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনে এবার করোনা পরিস্থিতিকে মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।


নির্বাচন উপলক্ষে প্রতিটি নির্বাচন কেন্দ্রে কোভিড সংক্রান্ত বিভিন্ন উপকরণ প্রদান করা হবে। যেমন-
• ভােটকর্মীদের জন্য ফেস শিল্ড
• ভােটকর্মীদের জন্য মাস্ক
• ভােটকর্মীদের জন্য গ্লাভস
• ভােটকর্মীদের জন্য স্যানিটাইসার
• ভােটারদের জন্য ডিসপােসাবল গ্লোভস
• সেক্টর থেকে প্রয়ােজন অনুসারে পিপিই কিট
• স্বাস্থ্য কর্মী দ্বারা বুথে Thermal Scanner ব্যবহার ও sanitizer প্রদান
• বুথে ডাস্টবিন ব্যবস্থা এবং স্বাস্থ্য দপ্তর দ্বারা বর্জ্য নিষ্পত্তি




বিগত বছরের থেকে একটু আলাদা ভাবে সাজানো হবে ভোট গ্রহণ কেন্দ্রগুলি।
• 6 ফুট দৈহিক দূরত্বের বৃত্তগুলি এসও দ্বারা চিহ্নিত করণ নিশ্চিত করা হবে।
• সেক্টর অফিসার ভােটের আগের দিন, ভােট গ্রহনের পূর্বে, ভােট গ্রহণ শেষে ভােট কেন্দ্র স্যানিটাইজেশন করা সুনিশ্চিত করবেন
• নির্বাচকদের তাপমাত্রা পরীক্ষা করা, স্বাস্থ্যকর্মীর দ্বারা ভােটারদের হাত স্যানিটাইজিং করা এবং ভােটারকে ডিসপােজেবল গ্লোভস সরবরাহ করা।
• ডাস্টবিনের সহজলভ্যতা এবং সেক্টর অফিসার এর তত্ত্বাবধানে বায়ােমেডিকাল বর্জ্য নিষ্পত্তি নিশ্চিতকরণ।




ভোট গ্রহণ প্রক্রিয়াতেও থাকবে পরিবর্তন-
• মাস্ক পরে ভােটাররা ভােট গ্রহন কেন্দ্রে আসবেন
• দৈহিক দূরত্ব বজায় রাখার জন্য ৬ ফুট দূর দূর চিহ্নিত বৃত্তগুলিতে দাঁড়াবেন।
• স্বাস্থ্যকর্মীরা শরীরের তাপমাত্রা চেক করবেন ও হাতে sanitiser দেবেন এবং সামনে রাখা পাত্র থেকে একটি গ্লাভস নিযে পরতে বলেন বলবেন


• ১ম পােলিং অফিসার ভােটার কে সনাক্তকরণের জন্য অল্প ক্ষণের জন্য মাস্ক নামাতে বলবেন। 2য পােলিং অফিসার ভােটার কে গ্লাভস পরা হাতে ১৭ এ তে সই করতে বলবেন ও বাহাতে অমােচনী কালি লাগাবেন ও ভােটার স্লিপ ইসু করবেন. (বাঁহাতি হলে ও LTI করতে চাইলে প্রয়ােজন অনুযায়ী সহযােগিতা করতে হবে)।
• 3য পােলিং অফিসার ভােটারের কাছ থেকে স্লিপ নেবেন ও তাকে ভােট কক্ষে যেতে বলবেন ও গ্লাভস পরা হাতে ভােট দিতে অনুরােধ করবেন


• ভােটার ভােট দিয়ে বেরিয়ে ডাস্টবিনে গ্লাভস টি ফেলবেন।
• যদি নির্বাচকের তাপমাত্রা ১০৪°F এর বেশি হয়, দ্বিতীয়বার আবার তাপমাত্রা চেক করবেন, দ্বিতীয়বার একই থাকলে তিনি Pr.O কে জানাবেন. Pr.0 তাকে একটি টোকেন দেবেন শেষ ঘন্টায (৫-৬ pm) ভােট দেওয়ার জন্য।


• সেক্টর অফিসার Pr.0 এর অনুরােধমতাে PPE কিট দেবেন ওই ভােটারদের ভােট দানের জন্য,
• Pr.O PPE কিট পরে নিয়ম মেনে (৫-৬ pm) ওই ভােটার দের ভােট নেওয়ার ব্যবস্থা করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages