Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 24, 2021

মেজিয়া বই মেলা থেকে প্রকাশিত হল পদক্ষেপের ফেব্রুয়ারী সংখ্যা

মেজিয়া বই মেলা থেকে প্রকাশিত হল পদক্ষেপের ফেব্রুয়ারী সংখ্যা



রঞ্জিত ঘোষ, বাঁকুড়া ২৪ফেব্রুয়ারী: সাহিত্য মানুষকে বাঁচার  অনুপ্রেরণা দেয়, পৃথিবীর রূপ-রস-গন্ধের আস্বাদ নিতে শেখায় । আমরা সমাজবদ্ধ জীব ,আমরা মুখিয়ে থাকি রঙ বদলের খেলায় গুটি পরিবর্তনের নেশায় । ভরা গ্রীষ্মের দেশে  ক্ষুদ্র শীতযাপনের পর কবিতাও যেমন বসন্ত মেখে নেয়, তেমনই মানুষের জীবনকেও রাঙিয়ে তোলে সাহিত্য । 


এমনই এক সাহিত্য পত্রিকা হল কাঁপা কাঁপা ভীরু  পায়ে এগিয়ে চলা স্বপ্নময় চোখ-দীর্ঘ পদক্ষেপ পত্রিকা ।  গত ২১ফেব্রুয়ারী থেকে চলতে থাকা বাঁকুড়ার মেজিয়া বই মেলার চতুর্থ তম দিনে প্রকাশ পেল মলয় সিংহ সম্পাদিত পদক্ষেপ পত্রিকার ফেব্রুয়ারী সংখ্যা । প্রায় ৫১জন লেখক তাদের শিল্পী সত্তার আলোকে দীপ্তিময় করে তুলেছে পত্রিকাটিকে। সম্পাদকীয় বিভাগে রয়েছে লাল মাটির পাতা, যেখানে রাঙামাটির বাঁকুড়ার ঐতিহ্য বিষয়ে আলোকপাত করা হয়েছে ।


পত্রিকাটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজিয়া বইমেলার সম্পাদক মলয় মুখার্জি, কবি সাহিত্যিক ত্রিলোচোন ভট্টাচার্য, শিক্ষক অভয়াপদ চৌধুরী, কবি বরুণ বরণ ব্যানার্জী, সাংবাদিক দীপেন ঢাং, কবি সাধন ঘোষ,কবি উমা দে , কবি কৃষ্ণচন্দ্র পাল , শিক্ষক পার্থ কুন্ডু , কবি দীপ রায় সহ এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages