মেজিয়া বই মেলা থেকে প্রকাশিত হল পদক্ষেপের ফেব্রুয়ারী সংখ্যা
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া ২৪ফেব্রুয়ারী: সাহিত্য মানুষকে বাঁচার অনুপ্রেরণা দেয়, পৃথিবীর রূপ-রস-গন্ধের আস্বাদ নিতে শেখায় । আমরা সমাজবদ্ধ জীব ,আমরা মুখিয়ে থাকি রঙ বদলের খেলায় গুটি পরিবর্তনের নেশায় । ভরা গ্রীষ্মের দেশে ক্ষুদ্র শীতযাপনের পর কবিতাও যেমন বসন্ত মেখে নেয়, তেমনই মানুষের জীবনকেও রাঙিয়ে তোলে সাহিত্য ।
এমনই এক সাহিত্য পত্রিকা হল কাঁপা কাঁপা ভীরু পায়ে এগিয়ে চলা স্বপ্নময় চোখ-দীর্ঘ পদক্ষেপ পত্রিকা । গত ২১ফেব্রুয়ারী থেকে চলতে থাকা বাঁকুড়ার মেজিয়া বই মেলার চতুর্থ তম দিনে প্রকাশ পেল মলয় সিংহ সম্পাদিত পদক্ষেপ পত্রিকার ফেব্রুয়ারী সংখ্যা । প্রায় ৫১জন লেখক তাদের শিল্পী সত্তার আলোকে দীপ্তিময় করে তুলেছে পত্রিকাটিকে। সম্পাদকীয় বিভাগে রয়েছে লাল মাটির পাতা, যেখানে রাঙামাটির বাঁকুড়ার ঐতিহ্য বিষয়ে আলোকপাত করা হয়েছে ।
পত্রিকাটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজিয়া বইমেলার সম্পাদক মলয় মুখার্জি, কবি সাহিত্যিক ত্রিলোচোন ভট্টাচার্য, শিক্ষক অভয়াপদ চৌধুরী, কবি বরুণ বরণ ব্যানার্জী, সাংবাদিক দীপেন ঢাং, কবি সাধন ঘোষ,কবি উমা দে , কবি কৃষ্ণচন্দ্র পাল , শিক্ষক পার্থ কুন্ডু , কবি দীপ রায় সহ এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক ।
No comments:
Post a Comment