নবদ্বীপ শ্রীচৈতন্য বইমেলায় আজ অনুষ্ঠিত হলো অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান
নবদ্বীপ শ্রীচৈতন্য বইমেলায় আজ অনুষ্ঠিত হলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার পরিচালনায় অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান। বইমেলায় এমন বিজ্ঞান সচেতনমূলক এবং কুসংস্কার বিরোধী অনুষ্ঠান খুব প্রশংসার দাবী রাখলো। কিন্তু অনুষ্ঠানের সাপেক্ষে সময় ছিলো খুবই কম যা এই পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে দাবী রাখে।
অনুষ্ঠান শুরু হয় যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য দীপক চক্রবর্তীর কন্ঠে 'একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায় একই চাঁদ ওঠে ইদে ' গানটি দিয়ে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক কুসংস্কারগুলোর মধ্যে দেখানো হয় কিভাবে জন্ডিসের মালা বড়ো হয়, ও শরীর থেকে হলুদ জল কিভাবে বেড় করা যায় এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্য দেওয়া হয়। কুকুর বা সাপ কামড়ালে পিঠে থালা বসানোও যে লৌকিক বিষয় এটাও জনসম্মুখে হাতে কলমে দেখানো হয়।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, " সকলকে বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবনায় ভাবিত করাই বিজ্ঞান অনুষ্ঠানের মুল উদ্দেশ্য। মানুষের মনে যে ভাবে ধর্মীয় কুসংস্কার বাসা বেঁধে আছে তা দূর করতে বিজ্ঞান ও যুক্তিবোধের প্রসার বিশেষ ভাবে প্রয়োজন। মানুষকে বিজ্ঞানমনস্ক গড়ে তোলা এবং কী কেন কীভাবে প্রশ্ন করার এই অভ্যাস তৈরী করাই আমাদের লক্ষ্য। "
যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক চক্রবর্তী বলেন, " বাংলায় বিজ্ঞান ও যুক্তিবাদী বইপত্রের অভাব রয়েছে। যে বই মানুষকে ভাবতে শেখায়, জানতে শেখায় এমন বই দুর্লভ। আমরা সেই অভাব পূরণ করার চেষ্টা করছি যুক্তিবাদী কাজকর্ম ও বইপত্র প্রচারের মধ্য দিয়ে।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্য, কৃষ্ণা কর্মকার, সোমনাথ ব্যানার্জি, সমীর রঞ্জন সাহা, সোমনাথ রায় প্রমুখ ব্যাক্তিবর্গ।
No comments:
Post a Comment