Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 25, 2021

ভোটের কাজে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের DC /RC থেকে শুরু করে ভোট শেষ করে বাড়ি ফেরা পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা প্রদান সহ একাধিক দাবীতে ডেপুটেশন

ভোটের কাজে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের DC /RC থেকে শুরু করে ভোট শেষ করে বাড়ি ফেরা পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা প্রদান সহ একাধিক দাবীতে ডেপুটেশন 



পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল: 


বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান।

সারা রাজ্যের মতো আজ ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ এবং বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রশাসন ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক ADM মাননীয় শ্রী সৌর মন্ডল মহাশয় নিকট ভোট কর্মীদের নিরাপত্তা জনিত একগুচ্ছ দাবি দাওয়া সহ ডেপুটেশন প্রদান করা হয়।



ডেপুটেশনে মূল দাবি ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বুথে 100% কেন্দ্রীয় আধাসামরিক  নিয়োগ, ভোটের কাজে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মী দের DC /RC থেকে শুরু করে ভোট শেষ করে বাড়ি ফেরা পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা প্রদান, মহিলা পরিচালিত বুথ গুলিতে মহিলা আধাসামরিক  নিয়োগ, ভোট দিতে আসা ভোটারদের উপযুক্ত নিরাপত্তা প্রদান ,অবাধ এবং নিরাপত্তা ভোট প্রদান ব্যবস্থা ।



এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন শিক্ষক সংঘের জেলা সভাপতি জীবন চন্দ্র রায়, জেলার সাধারণ সম্পাদক শ্রী নারায়ন দত্ত, জেলা যুগ্ম সম্পাদক শ্রী সুমন আচার্য ও শ্রী মহাদেব প্রামানিক জেলা সম্পাদক সিরাজুল দেবনাথ,চিন্ময়  কুমার দাস সহ  জেলার বিভিন্ন মহকুমা ও ব্লক স্তরের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা কর্মী সদস্যবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages