Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 22, 2021

আন্তর্জালিক আলোচনাচক্রের মধ্য দিয়ে প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের চতুর্থ সংখ্যা

আন্তর্জালিক আলোচনাচক্রের মধ্য দিয়ে প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের চতুর্থ সংখ্যা



অর্নব অধিকারী, দিনহাটাঃ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের চতুর্থ সংখ্যা প্রকাশিত হয় তার সাথে  এপার ওপার বাংলার বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জালিক আলোচনাচক্র। 


আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক প্রলয় ভট্টাচার্য , বিশিষ্ট সমাজ চিন্তক রানা ঠাকুর এবং ওপার বাংলা থেকে উপস্থিত ছিলেন রাজউক কলেজের অধ্যাপক  সোলেইমান কবির সোহেল । 


পত্রিকার সম্পাদিকা মধুমিতা ঘোষ বলেন, "বিগত তিন বছর ধরে আজকের দিনে দুর্নিবারের সদস্যরা মিলে দিনহাটা পাঁচমাথা চৌপথিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে কিন্তু এবার যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন তাই আমরা অনলাইনেই একটি আলোচনাসভার আয়োজন করেছিলাম । আলোচনার বিষয় ছিল -"ভাষা স্বাধীনতা ও আজকের বিশ্ব" । আমাদের ডাকে সাড়া দিয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা, রাজউক কলেজের অধ্যাপক ও আবৃত্তিশিল্পী সোলেইমান কবির সোহেল এবং বিশিষ্ট সমাজচিন্তক ও সাহিত্যসেবী রানা ঠাকুর । সাথে অনুষ্ঠানের সঞ্চালকের আসন অলংকৃত করেছিলেন বিশিষ্ট শিক্ষক প্রলয় ভট্টাচার্য্য ।  রাত ৮ টায় দুর্নিবার ই ম্যাগাজিনের ফেসবুক পেজে লাইভের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় । লাইভ অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শককে  আমি দুর্নিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই । সবশেষে একটাই কথা - শুধু আজকের দিনে নয় ,প্রতিটা দিনে ভালো থাকা -সুস্থ থাকার সাথে সাথে মননে ও শিল্পে মাতৃভাষাকে বাঁচিয়ে রাখুন । ধন্যবাদ ।"


লাইভের লিংক-

https://m.facebook.com/story.php?story_fbid=440992353985891&id=805578713157121&sfnsn=wiwspmo


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages