Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 21, 2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর

 

 


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর 




২১ শে ফেব্রুয়ারি,২০২১ রবিবার রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, দিনহাটার পক্ষ থেকে শহরের চৌপথি চত্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশিষ্ট শিক্ষক প্রলায় ভট্টাচার্যের তথ্যসমৃদ্ধ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।



মূল অনুষ্ঠান তথা গীতিআলেখ্য 'অমর একুশে' পরিবেশনায় ছিলেন গোষ্ঠীর সম্পাদক মৃগাঙ্ক সরকার সহ সাগ্নিক বল,সাম্যদীপ ভৌমিক, কথাকলি দাস,পূবালি ভৌমিক, গীতাঞ্জলি দাস প্রমুখ সদস্যবৃন্দ। দিনান্তের শহরে দর্শক- শ্রোতা ছিলেন পথচারী মানুষজন। কর্মব্যস্ত শহরের প্রাণকেন্দ্রে রামধনু পরিবারের এই উদ্যোগ সম্প্রচারিত হয়েছিল অনলাইন মাধ্যমেও। সম্পাদকের কথায় সাধারণের নিত্য কর্মমুখরতার মাঝে একটু সময় শহীদ স্মরণে ব্যয় করার জন্যই মূলত এই ক্ষুদ্র আয়োজন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages