দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল মানসাই নদীর ওপর আদাবাড়ীঘাট সেতু তথা দেবী কান্তশ্বরী সেতু
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করলেন কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটা ও সিতাই এলাকার সংযোগরক্ষাকারী সেতু আদাবাড়ী ঘাট সেতু। আজ উত্তরবঙ্গ উৎসবে যোগ দিয়ে উত্তরবঙ্গের একাধিক নির্মীয়মান প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার মধ্যে একটি এই সেতু।
উল্লেখ্য, আগে এই পথ ছিল নদীপথ। দীর্ঘ এই নদী নৌকা করে পাড়ি দিয়ে ওপারের মানুষদের আসতে হত দিনহাটায়। বর্ষাকালে যথেষ্ট ঝুঁঁকি নিয়ে যাতায়ত করতে হতো। সেই দুঃখ ঘোঁচাতে কয়েকবছর আগে সেতু নির্মান শুরু হয়। দীর্ঘ কর্মদিবসের পর সেতুটি তৈরি হয়ে গেলেও উদ্বোধন হয়নি। আজ উদ্বোধন হল সেই সেতুর।
এদিনের এই মঞ্চ থেকেই মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ী সমন্বয়কারী সেতু জয়ী সেতুর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, কোচবিহারের নিশিগঞ্জে অগ্নিনির্বাপক কেন্দ্র উদ্বোধন করা হয়। জানা যায়, মানসাই নদীর ওপর তৈরি হওয়া দিনহাটা ও সিতাই সমন্বয়কারী দেবী কান্তেশ্বরী সেতু তথা আদাবাড়িঘাট সেতু প্রকল্পে প্রায় দেড়শো কোটি টাকা খরচ হয়েছে। আগে সিতাইয়ের মানুষকে সড়ক পথে মাথাভাঙা হয়ে ঘুঘুমারি হয়ে দিনহাটা আসতে হত এখন সেই অসুবিধা দূর হলো।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান বেশ উন্মাদনা দেখা যায় জনতার মধ্যে। সেতুর পাশে একটা টেন্ট করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও মানবেন্দ্র নাথ দাস সহ আরো অনেকে। প্রচণ্ড ভিড় দেখা যায় উদ্বোধনে। যদিও ভার্চুয়ালেই উদ্বোধন কিন্তু উন্মাদনা কমেনি মানুষের মধ্যে।
No comments:
Post a Comment