ভাষা দিবসের প্রাক্কালে কবি দীপ্তি রায়ের দুটো কাব্যগ্রন্থ প্রকাশ হলো দিনহাটায়
ভাষা দিবসের প্রাক্কালে একদিনে দুটো কাব্যগ্রন্থের প্রকাশ হলো দিনহাটায়। দিনহাটা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এই দিন অধ্যাপিকা দীপ্তি রায়ের ' এক মুঠো সূর্যাস্তের ওম' এবং 'হৃদি প্রত্যাশা' শিরোনামের দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়।
এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় । 'হৃদি প্রত্যাশা' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন কবি, শিক্ষক, সম্পাদক ড. অমিত কুমার দে এবং ' এক মুঠো সূর্যাস্তের ওম' কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানস চক্রবর্তী , সঞ্জয় নাগ , জয়ন্ত চক্রবর্তী, অনির্বান নাগ , প্রলয় ভট্টাচার্য , অভিজিৎ দাশ, মানিক সাহা , শিলাদিত্য রায় , চিকিৎসক অজয় মণ্ডল, জাকির হোসেন স্মৃতিজিৎ,আমিনুর হক,নিখিলেশ রায়,সাবলু বর্মন, নারায়ন বসুনীয়া, জয় দাস, সূর্যনারায়ন রায় প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আরও অনেকে।
No comments:
Post a Comment