Breaking

Post Top Ad

Friday, February 19, 2021

ভাষা দিবসের প্রাক্কালে কবি দীপ্তি রায়ের দুটো কাব্যগ্রন্থ প্রকাশ হলো দিনহাটায়

ভাষা দিবসের প্রাক্কালে কবি দীপ্তি রায়ের দুটো কাব্যগ্রন্থ প্রকাশ হলো দিনহাটায়




ভাষা দিবসের প্রাক্কালে একদিনে দুটো কাব্যগ্রন্থের প্রকাশ হলো দিনহাটায়। দিনহাটা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এই দিন অধ্যাপিকা দীপ্তি রায়ের ' এক মুঠো সূর্যাস্তের ওম' এবং 'হৃদি প্রত্যাশা' শিরোনামের দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়। 




এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় । 'হৃদি প্রত্যাশা' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন কবি, শিক্ষক, সম্পাদক ড. অমিত কুমার দে এবং ' এক মুঠো সূর্যাস্তের ওম' কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানস চক্রবর্তী , সঞ্জয় নাগ , জয়ন্ত চক্রবর্তী, অনির্বান নাগ , প্রলয় ভট্টাচার্য , অভিজিৎ দাশ, মানিক সাহা , শিলাদিত্য রায় , চিকিৎসক অজয় মণ্ডল, জাকির হোসেন স্মৃতিজিৎ,আমিনুর হক,নিখিলেশ রায়,সাবলু বর্মন, নারায়ন বসুনীয়া, জয় দাস, সূর্যনারায়ন রায় প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আরও অনেকে।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages