Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 1, 2021

দিনহাটা কলেজে প্রায় তিন বছর পর স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত হলো

 

দিনহাটা কলেজে প্রায় তিন বছর পর স্থায়ী অধ্যক্ষ  নিযুক্ত হলো 



2017 সালে তৎকালীন স্থায়ী অধ্যক্ষ পরলোক গমন করার পর এতদিন অস্থায়ী অধ্যক্ষ দিয়ে চলছিল দিনহাটা কলেজ।

1st মার্চ 2021 সোমবার নতুন অধ্যক্ষ হিসাবে কাজে যুক্ত হলেন ড: আব্দুল আউয়াল।

আজ  sfi দিনহাটা কলেজ ইউনিট উনাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়। দিনহাটা কলেজ sfi ইউনিটের পক্ষ থেকে জানানো হয়- "SFI দিনহাটা কলেজ ইউনিট দীর্ঘ দিন থেকে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়ে আসছিলো।   আজ নতুন অধ্যক্ষের আগমনে আমরা আনন্দিত।" 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages