বিজ্ঞান বিষয়ক সেমিনার " খাদ্যে ভেজাল- একটি সামাজিক অপরাধ" কোচবিহার সাইন্স ওয়ার্কিং গ্রুপের
আজ ২৮শে ফেব্রুয়ারি 'জাতীয় বিজ্ঞান দিবস' উপলক্ষে কোচবিহার সাইন্স ওয়ার্কিং গ্রুপ (ব্রেকথ্রু সায়েন্স স্যোসাইটি অনুমোদিত) - এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো তিন ঘণ্টা ব্যাপী বিজ্ঞান বিষয়ক সেমিনার " খাদ্যে ভেজাল- একটি সামাজিক অপরাধ"। অনুষ্ঠানটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের সেমিনার হল - এ অনুষ্ঠিত হয় এবং সমগ্র জেলা থেকে বিভিন্ন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র , শিক্ষক , অধ্যাপক এবং বহু বিজ্ঞান অনুরাগী মানুষ সক্রিয় অংশগ্রহণ করেন। পাশাপাশি অনুষ্ঠানটি অনলাইন মাধ্যম ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রসারিত হয়।
গ্রুপের সভাপতি খাগড়াবাড়ি হরেন্দ্রচন্দ্র বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অজিত কুমার রায় তাঁর সম্ভাষণী বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন ফ্যাকাল্টি অফ হর্টিকালচার অধ্যাপক প্রদ্যুৎ কুমার পাল এবং তিনি "খাদ্যে ভেজাল : একটি সামাজিক অপরাধ" শীর্ষক তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। সহকারী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবাশিষ দাস মহাশয়।
No comments:
Post a Comment