ফের দূর্ঘটনা ধূপগুড়িতে গুরুতর আহত এক পথচারী।
জয়ন্ত বর্মন :
পথ দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ধূপগুড়ির। সোমবার ধূপগুড়ি কসমো বাজার এলাকায় দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক পথচারী। স্থানীয় সূত্রে জানা গেছে, এক পথচারী রাস্তা পারাপার করছিলেন সেসময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। রীতিমতো ছিটকে পড়ে যান ঐ ব্যাক্তি।
এরপর স্থানীয় দের তৎপরতায় খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল বাহিনীকে তারপর ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা ও ট্রাফিক পুলিশ । একই জায়গায় একাধিকবার পথ দুর্ঘটনা ঘটায় চিন্তিত ধূপগুড়িবাসী। ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই জায়গায় সিভিক ভলান্টিয়ার বা বেড়িয়ালের বেবস্থা করা হবে। ঘাতক গাড়িটিকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
No comments:
Post a Comment