Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 4, 2021

আন্তর্জাতিক নারী দিবসে আসছে সৌমিতা সাহার নারী কথা

আন্তর্জাতিক নারী দিবসে আসছে সৌমিতা সাহার নারী কথা




লিঙ্গ সাম্যতা সম্পর্কে সমাজকে সচেতন করতেই এই দিনের সূচনা। সমাজের সব স্তরে নারীর সাফল্য ও জয়গান গাওয়ার দিন নারী দিবস। ২০২১ সালের এই দিন উজ্জাপন করার থিম " নেতৃত্বের দৌরে নারী "। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না চিত্রকর সৌমিতা সাহা নারী দিবস উপলক্ষে আয়োজন করতে চলেছেন তার দ্বিতীয় প্রর্দশনী "নারীকথা" ।

সৌমিতার ছবিতে নারীর জীবনের বিভিন্ন উত্থান পতনের দৃশ্য ঠাঁই পেয়েছে।সৌমিতা টলিপাড়ার প্লেব্যাক গায়িকা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ইডিএম সঙ্গীতের একজন উজ্জ্বল তারকা। 

চারুকলা জগতের সৃজনশীল মানুষের কাছে সৌমিতা বরাবর জনপ্রিয় হলেও সম্প্রতি সৌমিতার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। 


২০২০ সালের শেষের দিকে সৌমিতার আঁকা ছবি পাড়ি দেয় পোর্ট ল্যান্ডের আর্ট মিউজিয়াম অন্তর্ভুক্ত আর্টরীচ গ্যালারিতে। ওখানকার প্রর্দশনীতে স্থান পাওয়ার পাশাপাশি ভারতে বড় শহরগুলোর নামী প্রর্দশনী গৃহে প্রর্দশিত হয়েছে সৌমিতার আঁকা ছবি।


নারীকথার আগে সৌমিতার প্রথম একক প্রর্দশনী ইম্যাজিনিং নেভারল্যান্ড অত্যন্ত সফল হয়। নারীকথার সাফল্য সম্পর্কে শিল্পী আশাবাদী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages