Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 14, 2021

দীপকের অক্লান্ত প্রচেষ্টায়, এক মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষার্থে এগিয়ে এল টোটোচালক

 




দীপকের অক্লান্ত প্রচেষ্টায়, এক মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষার্থে এগিয়ে এল টোটোচালক 


গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে "রক্ত সংকট", আর সেই সংকটের ভাগীদার এখন সমানতালে দিনহাটাও।


আজ "দিনহাটা মহকুমা হাসপাতাল"- এ চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগী মণিকা দাস- এর জন্য "A+" গ্রুপের রক্তের প্রয়োজনে দিনহাটার দুই সমাজ সেবক "শ্রীমান রোহিত ইসলাম" এবং দীপক বর্মন- এর কাছে ফোন আসে । কিন্তু এই রক্তের সংকটময়তার দরুণ দিনহাটা ব্লাড ব্যাংকেও পাওয়া যায় না প্রয়োজনীয় গ্রুপের রক্ত আর না পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদান করে রোগীর প্রাণ বাঁচিয়ে রক্ষা করা মতো রক্তদাতা, অশ্রুসিক্ত হয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যরা । 




রোহিত ইসলাম নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় দীপক বর্মন এই কর্মসূচির দায়িত্ব গ্রহণ করেন এবং অনেক অনুসন্ধানের পরও রক্তদাতা না পেয়ে বাধ্য হয়ে তিনি নিজে রাস্তায় নামেন রক্তদাতা অনুসন্ধানের উদ্দেশ্যে। পথে চলাচলকারী টোটো দাঁড় করিয়ে টোটো চালকদের কাছে রক্তদান করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধও জানান তিনি।





অবশেষে দীপক বর্মন- এর এই আপ্রাণ প্রচেষ্টা সফলতা অর্জন করে এবং দিনহাটা, ঝুড়িপাড়ার বাসিন্দা, পেশায় টোটো চালক আওলাদ হোসেন, তিনি নিজে থেকে এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করে রোগীর প্রাণ রক্ষার্থে।





দীপক বর্মন, রোহিত ইসলাম এবং রোগীর পরিবার আজকের রক্তযোদ্ধা "শ্রীযুক্ত আওলাদ হোসেন"কে কুর্নিশ জানায় এবং জানায় অসংখ্য ধন্যবাদ। রক্তদানের পর পেশায় টোটো চালক আওলাদ হোসেন সকলকে যেকোনো মুহূর্তে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সহযোগিতা করার আহ্বান জানান। 


প্রসঙ্গত, দীপক বর্মন ও রোহিত ইসলাম এখন খুব চেনা নাম। দিনহাটার বুকে দাঁড়িয়ে হাজার হাজার হত দরিদ্র ও বিপদ সম্মুখীন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। লক ডাউন দুঃস্থ মানুষদের খাদ্য থেকে পোশাক সহ বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। আজ ফের একবার তারই নিদর্শন তুলে ধরলেন তাঁরা। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages