৩০ জন ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব ও পাথরঘাটা তৃপালিজোত নারী বাহিনীকে সংবর্ধনা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর কর্মসূচির অঙ্গ হিসেবে মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৩০ জন দুঃস্থ ছাত্রীর আগামী তিন বছরের জন্য লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করা হয়।
এছাড়া নিজ এলাকায় সাহসী ও দায়িত্বশীল সামাজিক কাজের জন্য "পাথরঘাটা তৃপালিজোত নারী বাহিনী" কে সংবর্ধনা দেওয়া হলো ও শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সারা বাংলাব্যাপী মোটরসাইকেল রেলিকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রফেসর ডঃ কল্যাণ খান, সংস্থার সম্পাদক চিকিৎসক মলয় বাগচী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
Nice
ReplyDelete