Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 9, 2021

প্রকাশিত হল কবি চিত্তরঞ্জন মণ্ডলের ‘একাদশীর চাঁদের আলোয়




প্রকাশিত হল কবি চিত্তরঞ্জন মণ্ডলের ‘একাদশীর চাঁদের আলোয়




প্রকাশিত হল কবি চিত্তরঞ্জন মণ্ডলের ‘একাদশীর চাঁদের আলোয়’। কবি চিত্তরঞ্জন মণ্ডল তাঁর ‘একাদশীর চাঁদের আলোয়’ কাব্যগ্রন্থ নির্মাণে প্রকৃতি- মানবাত্মা-প্রেম-বিরহ ও আধ্যাত্মিকতার ভাবসাগরে নিমজ্জিতি হয়ে মনের গহীন কথাকে ছন্দ অলংকারে পরিব্যাপ্ত করে তুলেছেন। মোট ৮৫টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি পূর্ণতা লাভ করেছে। প্রত্যেকটি কবিতাই স্বাতন্ত্ররূপে জাত কবির পরিচয়কে বহন করে। 


কবি চিত্তরঞ্জন মণ্ডল 


গ্রন্থটির বাঁধাই ও প্রিন্টিং এর কাজে প্রকাশক যে যত্নের সাথেই তাঁর দায়িত্ব পালন করেছেন তা সহজেই বোঝা যায়। বইটির প্রকাশনায় ঠাকুরনগরের মায়া প্রিন্টার্স এবং প্রকাশক শ্রীগৌরহরি মজুমদার। প্রচ্ছদ শ্রীস্বপন মজুমদার। ১৪৬ পৃষ্ঠার এই বইয়ের মূল‍্য ধার্য করা হয়েছে ১৫০ টাকা। বইটি আইএসবিএন যুক্ত। 




কবির এই বই পর্যালোচনা করেছেন যাদবপুরের গবেষক উৎপল বর্মন। তাঁর কথায়, এই কাব্যের কবিতাগুলিকে সাধারণত পাঁচটি পর্বে ভাগ করা যেতে পারে। প্রেম বিরহের পাশাপাশি লকডাউন পর্বের একাধিক কবিতায় কবির আশা আকাঙ্খার যে প্রতিফলন লক্ষ্য করা যায়; এককথায় তা অনন্য। অবক্ষয়িত সমাজের কথাও কবি তুলে ধরতে ভুল করেননি। নারীর প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করে একাধিক কবিতায় কবি নারী জাগরণের জয়গান গেয়েছেন। সেই সাথে গ্রন্থের ভূমিকা লেখক বঙ্গরত্ন বাবুলাল সরকার মহাশয়ের ভূমিকাটিও তাৎপর্যপূর্ণ। 

1 comment:

  1. সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বন্ধুর সেই অফুরন্ত প্রচেষ্টার অবসান হলো, আজ আমি গর্বের সাথে দীপ্ত কণ্ঠে আমার সকল বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী সকলকে জানাতে চাই সকলে ওকে আশির্বাদ করো ও যেন আরো অনেক বড়ো কবি হতে পারে, ওর এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন রইলো ।

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot

Pages