'আমার বাকদত্তকে শুনতে হয়েছে ওর উপর নাকি 'ব্ল্যাক ম্যাজিক' হয়েছে' বিষ্ফোরক সৌমিতা
নারীকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সাধারণ নারী থেকে সেলেব্রিটি কেউই বাদ পড়েননা সমাজের সেই অহেতুক চাপ সৃষ্টিকারী মানসিকতা থেকে। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ও স্বনামধন্যা চিত্রকর ও বাদ পড়েননি সেই সংকীর্ণতার ঘেরাটোপ থেকে। সম্প্রতি নিজের একক প্রর্দশনী নারী কথা নিয়ে এক সাক্ষাৎকারে সৌমিতা জানান কিছু না বলা কথা।
Aberrant, Afflatus এর মত নারী কেন্দ্রীক ছবি তে কতটা সৌমিতা লুকিয়ে রয়েছেন?
Afflatus ফ্রিডার প্রতিবিম্ব, আর Aberrant বা অন্য নারী কেন্দ্রীক ছবি তে ততটাই সৌমিতা আছে যতটা মহিচন্দ্রের চরিত্রে রবি ঠাকুর রয়েছেন, অসীমার চরিত্রে ঝুম্পা লাহিড়ী রয়েছেন।
চারুকলা ও সঙ্গীত জগতের মধ্যে প্রেম হাতছানি দিয়েছে কখনও?
কাজের জায়গায় প্রেম আর ব্যক্তিগত সম্পর্কে কাজ এই দুটো আমি করিনা। আমার বাকদত্ত পেশায় ইঞ্জিনিয়ার।
Imagining Neverland এর পর নারী কথার পথ চলতে চলতে সৌমিতা কতটা পরিনত?
আসলে এই অনুভূতিটা আলাদা। রোজ নিজেকে আরও উন্নত মানের কাজের জন্য তৈরী করা, নতুন ভাবনা গুলো ক্যানভাসে ফুটিয়ে তোলা সব মিলিয়ে একটা আলাদা অনুভুতি। তবে এই জার্নীটায় অনেক মানুষ চিনেছি, কত মুখোশ যে খোষে গেল! যারা আমায় অসফল ভেবে আনন্দ পেত, তারা হঠাৎ ভ্যানিশ হয়ে গিয়েছে। একটা মেয়ের সাফল্য কে সমাজ যেমন ভালো চোখে দেখেনা, তেমনি একটি মেয়ের উপর আসা অভিযোগ সমগ্ৰ নারী জাতির উপর সমাজ অনায়াসে চাপাতে পারে।
লকডাউনে আমার বাকদত্তের কাজের চাপ বারে, ও বন্ধুনামক জীবগুলোর প্রতি সময় ব্যয় করতে পারছিল না। তাই ও কে শুনতে হয় ওর উপর নাকি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, যেহেতু ওর বাকদত্তা বিনোদন জগতের সাথে যুক্ত।
এরকম অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ কিভাবে হয়?
আমাদের ইতিহাস বলে, যে ঘটনা গুলো প্রতিবাদে রূপ নেয়, সেই ঘটনা গুলো সব সময় খুব সুপ্রতিষ্ঠিত মানুষ দ্বারা শুরু হয়। আমাকে যেই মানুষটা অপমান জনক আখ্যা দিয়েছেন তাকে অত টা দাম দিতে আমি অপারক।
নারী কথার পর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
নববর্ষে নতুন কিছু ভাবনা কে রূপ দেওয়ার ইচ্ছা আছে প্রবল। পুরোটা এখনি ডিস্ক্লোস করলাম না।
আর বিয়ের শানাই ?
যথা সময়ে বাজবে।
No comments:
Post a Comment