ঠাকুরনগর অনুরঞ্জন নাট্যোৎসবে অন্যান্য আদিবাসীদের সাথে টোটোরাও আসছেন নাট্য পরিবেশনে
নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগরঃ ‘অনুরঞ্জন’ নাট্য গ্রুপ দ্বারা পরিচালিত ঠাকুরনগর নাট্য উৎসব এবার ৭ম বর্ষে পদার্পণ করতে চলেছে। ১২-১৬ মার্চ ২০২১ কবি বিনয় মজুমদারের বাসভবনে সপ্তাহব্যাপী প্রায় ২০টি নাট্য পরিবেশন হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উৎসবের সূচনা করবেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার মহাশয়; ‘বড়লোকের বিটিল লম্বা লম্বা চুল…’ গানের উদ্যোক্তা হিসেবে যিনি ভারতজুড়ে পরিচিত। অনুরঞ্জন গ্রুপ মূলত সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে বাংলাজুড়ে পরিচিতি লাভ করেছে।নাটকের পাশাপাশি বিভিন্ন জনজাতিদের ভাষা সংস্কৃতিকে সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরতে একাধিক ক্ষেত্রসমীক্ষা ভিত্তিক গবেষণামূলক বই রচনাতেও এই গ্রুপের কিছু শুভাকাঙ্ক্ষীরা বিশেষভাবে প্রসংশিত হয়েছে। এই প্রসঙ্গেই উল্লেখ করা যেতে পারে যে ড. অরূপ মজুমদার ও তাঁর সহযোগীদের দ্বারা সম্পাদিত ‘কোড়া রচিত’ ‘ধ্বনি পরিচয়’(সাদরি ভাষা) ‘কুড়মালি রচিত’ ও ‘কোচ-রাভা রচিত’ জনজাতি ভিত্তিক বইগুলি সকলস্তরের পাঠকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।
অনুরঞ্জন নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রীমিণ্টু মজুমদার জানান যে- এবারের এই মহতী নাট্যোৎসবে একাধিক জনজাতির প্রতিনিধিরা তাঁদের স্বরচিত নাটক পরিবেশন করবেন। যার মধ্যে অন্যতম দল হিসেবে আলিপুরদুয়ারের টোটো টোটোপাড়ার টোটো সম্প্রদায় দ্বারা অভিনীত হবে ‘আমাদের কেই কেন?’ নাটকটি। গাইঘাটা মুণ্ডা আদিবাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে ‘আদিবাসী নৃত্য’। পুরুলিয়ার শাল পিয়াল করম আখড়া পরিচালিত ‘পাতা’র পরিচালক হিসেবে নেতৃত্ব দেবেন নির্মল মাহাত। লোকশিল্পী রতন কাহার মঞ্চে হাজির হবেন তাঁর বিখ্যাত ‘রাঙা মাটির সুর’ নিয়ে। কুড়মি জনগোষ্ঠীর ভাষা সুর ও সমাজ উঠে আসবে ‘দেউরাণী জেঠানিক টেঁড়সা টেঁড়সি’ নামক নাটকটিতে । যে নাটকটি পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন নরেশ পুনরিআর। অন্যদিকে ঠাকুরনগর কলাভূমি নৃত্য গোষ্ঠীর কর্ণধার শ্রীকৃষ্ণ বণিক তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে মঞ্চস্থ করবেন ‘সৃজনশীল নৃত্যমালা’। এছাড়াও একই মঞ্চে বাংলাভাষায় একাধিক প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারা অভিনীত ও পরিচালিত নাটক মঞ্চস্থ হবে।‘সময়ের নাটক নাটকের সময়’ আলোচনা পর্বে উপস্থিত থাকবেন নাট্যকার আশিস চট্টোপাধ্যায় ও কবি বিভাস রায়চৌধুরী সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ববর্গ।
ঠাকুরনগর কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির কার্যকরি সম্পাদক শ্রী দীপক মৈত্র মহাশয় জানান যে- এই প্রকার ব্যতিক্রমধর্মী নাট্য উৎসব ঠাকুরনগরসহ পার্শ্ববর্তী অঞ্চলের সংস্কৃতি প্রেমী জনগণের মনে বিশেষ আনন্দ ও উৎসাহ প্রদান করবে।
No comments:
Post a Comment